প্রকাশিত: ০৭/০৮/২০১৬ ৮:২০ এএম , আপডেট: ০৭/০৮/২০১৬ ৯:১৮ এএম
রামুতে গৌতম বুদ্ধের একটি বিশাল মূর্তি

bodduউখিয়া নিউজ ডেস্ক:: সাগর-পাহাড় বেষ্টিত কক্সবাজারের দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর মধ্যে রামুর বৌদ্ধ স্থাপত্যগুলো অন্যতম। তাই পর্যটকরা সমুদ্র সৈকতের পাশাপাশি অনেকেই বৌদ্ধবিহার দেখতে যান। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এ স্থানগুলোতে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তাই বর্তমান পরিস্থিতিতে বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটকদের।

অবশ্য জেলা প্রশাসক জানান, পর্যটকদের আকৃষ্ট ও নিরাপত্তা জোরদার করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

দেশের অন্যান্য জেলার তুলনায় কক্সবাজারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা অনেক বেশি। তাই বৌদ্ধ বিহারের সংখ্যাও অনেক। প্রাচীন এসব বৌদ্ধ বিহার আধুনিক ও দৃষ্টিনন্দন। রামুর অনেক বৌদ্ধ বিহার এখন আর শুধু ধর্মীয় উপসানালয় নয়, পর্যটন কেন্দ্রও। তার মধ্যে রামুর একশো ফুট গৌতম বৌদ্ধ মূর্তি, সম্রাট অশোকের মূর্তি, ঐতিহাসিক রাং কুট বনাশ্রম ও কেন্দ্রীয় সীমা বিহার উল্লেখযোগ্য। প্রতিদিন দেশের দূর-দূরান্ত থেকে ভ্রমণকারীরা এখানে বেড়াতে আসেন। আসেন বিদেশিরাও। দেশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এসব বিহারে নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটকদের।

পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বৌদ্ধ বিহারগুলোতে আরও নজরদারি বাড়ানোর দাবি জানালেন রামু পুরাকীর্তি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রজ্ঞানন্ধ ভিক্ষু।

অবশ্য জেলা প্রশাসক মো. আলী হোসেন জানালেন, পর্যটকদের আকৃষ্ট ও নিরাপত্তা জোরদার করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

রামু ছাড়াও কক্সবাজারের সদর, মহেশখালী, টেকনাফ, উখিয়া, চকরিয়াসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্ধ-শতাধিক আকর্ষণীয় বৌদ্ধ বিহার।

পাঠকের মতামত

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...