রিদুয়ানুর রহমান, উখিয়া (কক্সবাজার) :
পর্যটন নগরী কক্সবাজার জেলায় এই প্রথম ক্রাউন ইম্পেরিয়াল কোম্পানি নির্মাণ করছে সবচেয়ে বড় ব্যাগ এন্ড প্যাকেট তৈরির প্রতিষ্ঠান। উখিয়া উপজেলার রাজাপালং এ নির্মানাধীন এই প্রতিষ্ঠানে সব অত্যাধুনিক অটোমেটিক বিদেশ থেকে আনদামিকৃত মেশিন ব্যাবহার করা হচ্ছে ব্যাগ এবং প্যাকেট তৈরিতে। নিত্য প্রয়োজনীয় সব ধরনের ব্যাগ ও প্যাকেট তৈরি করা হবে এই প্রতিষ্ঠানে। ক্রাউন ইম্পেরিয়াল কোম্পানির সাথে যোগাযোগ করা হলে কোম্পানির হয়ে সাদমান জামি চৌধুরী জানান “বাংলাদেশের প্রতিটি জেলা আজ শিল্প ও কলকারখানা করে অনেক এগিয়ে গেছে। সে দিক থেকে আমাদের কক্সবাজার জেলা অনেক পিছিয়ে। আমাদের নিত্যদিনের ব্যবহৃত প্রতিটি পন্য অনেক বেশি দামে দেশের বিভিন্ন জায়গা থেকে এনে চাহিদা পূরণ করা হয়। তাছাড়া পরিবহন এর ব্যাপক খরচও বহন করতে হয় ব্যাবসায়ীদের। এবং পন্য অর্ডার করার পর ঠিক সময় পেতেও দুর্ভোগ পোহাতে হয়। তার মধ্যে ব্যাগ ও প্যাকেট অন্যতম। প্রতিটি পন্যে বিক্রির পর ক্রেতাদের প্যাকেট দিতে হয়। প্রতিদিন শুধু কক্সবাজার জেলায় দুই লক্ষের বেশি বিভিন্ন রকম প্যাকেট ব্যবহার হয় পন্য বিক্রির জন্য। এই প্যাকেট গুলো অনেক চড়া দামে বিক্রি করছে চট্টগ্রাম ও ঢাকার ইন্ডাস্ট্রিয়ানরা এবং চাহিদার ১ ভাগও ব্যবসায়ী ভাইয়েরা হাতে পেতে কষ্টে পড়ে যায়। তাই আমাদের এই পরিকল্পনা। শুধু ব্যাগ নয় কলম, কয়েল, সাবান, ডিটারজেন্ট পাওডার ও ধাপে ধাপে প্রোডাকশ করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিদেশেও এক্সপোর্ট করা হবে এই পন্য। এবং এই সি,আই কোম্পানির এই কোম্পানিতে সাধারন যে কেউ শেয়ার হোল্ডার হতে পারবেন।
এদিকে গন্যমান্য ব্যক্তি ও ব্যাবসায়ী মহল বলেন এই ধরনের প্রতিষ্ঠান আমাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উখিয়া, টেকনাফ ও কক্সবাজার সহ সারা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবেএই প্রকল্প।এমনকি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। সর্বস্থরের সচেতন মহল সি,আই কোম্পানির সফলতা কামনা করছেন।
পাঠকের মতামত