প্রকাশিত: ১২/১২/২০১৬ ৮:৫৩ পিএম

বার্তা পরিবেশক: 

কক্সবাজারের প্রথম বাস সেবা নিয়ে স্মার্টফোন অ্যাপস তৈরি করল কক্সবাজারের অনলাইন ভিত্তিক ডেভেলপার স্টার্টআপ টিম কক্সটিউনস ল্যাব। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির “কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ”বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী, কক্সবাজারের মোবাইল অ্যাপস ডেভেলপার নাঈম ছিদ্দিকী আবির ও তার টিম কক্সটিউনস ল্যাব এর ডেভেলপাররা মিলে তৈরি করেছে অ্যাপটি। কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সহ বিভিন্ন প্রাকৃতিক অপূর্ব সুন্দর্যের অপূর্ব লীলাভূমি উপভোগ করতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক কক্সবাজার বেড়াতে ও অবকাশ যাপনে আসে। আগত পর্যটকদের ও স্থানীয় জনগণের “বাস সেবা” নিয়ে ভুগান্তির শেষ নেই। কোন রকম কক্সবাজারের পৌছালেও কক্সবাজার ছেড়ে যেতে “বাস” নিয়ে পড়তে হচ্ছে নানান ভোগান্তিতে। তাদের কথা মাথায় রেখে “কক্সটিউনস ল্যাব” তৈরি করল “কক্সবাজারের বাস” নামে এই স্মার্টফোন অ্যাপস। এই অ্যাপস এর মাধ্যমে আপনি কক্সবাজার সহ দেশের যেকোর প্রান্ত থেকে কক্সবাজারের সমস্ত বাস কাউন্টারের ঠিকানা, ফোন নাম্বার,কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া বাসের গন্তব্য স্থান,ভাড়ার পরিমান,এছাড়া মোবাইল এর মাধ্যমে সয়ংক্রিয়ভাবে যে কেউ কক্সবাজার সহ দেশের যেকোন প্রান্ত থেকে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া দূর পাল্লার সমস্ত “বাস”এর তথ্য ও বুকিং করতে পারবে অনায়াসে। সহজে ব্যবহার উপযোগী, সম্পূর্ণ বাংলাভাষায় ইউজার ইন্টারফেইস ডিজাইন তৈরি করা হয়েছে। এই অ্যাপসটি কক্সবাজারবাসী সহ দেশের সব অঞ্চল থেকে আগত সকলের জন্য বিনামূল্যে অবমুক্ত করেছে কক্সটিউন ল্যাব। এই টিমে আবিরের সাথে কাজ করছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ” বিভাগের শিক্ষার্থী সাইফ উল্লাহ সাইফুল (২য় বর্ষ), ফয়সাল উদ্দিন তাওহীদ (২য় বর্ষ), মোঃ মামুন(২য় বর্ষ) ও আবদুল মান্নান(২য় বর্ষ)। উল্লেখ্য ২০১৬ সালের মাঝামাঝি সময়ে মাত্র ৫জন শিক্ষার্থী নিয়ে কক্সবাজারে প্রথম অনলাইন বেইসড সফটওয়্যার ডেভেলপার ও আইটি সাপোর্ট স্টার্টআপ টিম যাত্রা করে মোবাইল অ্যাপস, সফটওয়্যার ডেভেলপমেন্ট,ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ শুরু করে। এছাড়া দেশীয় অ্যানড্রয়েড সফটওয়্যার মার্কেট এ কক্সটিউনস ল্যাব এর টিম মেম্বারদের বানানো বেশ কিছু অ্যাপস “অ্যাপবাজার ডট কম”এ রেংকিং এ উঠে এসেছে। কক্সবাজারের যেকোন বাস কাউন্টার,কক্সটিউন এর সোশাল মিডিয়া পেইজ, অফিসিয়াল ওয়েবসাইট ও বাংলাদেশের প্রথম দেশীয় অ্যানড্রয়েড সফটওয়্যার মার্কেট থেকে অ্যাপসটি বিনামূল্যে সংগ্রহ ও ডাউনলোড করা যাবে। আগামীতে কক্সবাজারবাসীর জন্য এমন আরো ব্যবহার উপযোগী ও চমৎকারসহ অ্যাপস উপহার দিবে এমনটা জানিয়েছে কক্সটিউনস টিম। পরবর্তিতে অ্যাপসটি গুগল প্লে স্টোর এ এই অ্যাপসটি দিয়ে দেওয়া হবে।

ডাউনলোড লিংক দেওয়া হল।    ফ্রি ডাউনলোড

অথবা coxtunes.com এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

পাঠকের মতামত

সীমান্তবর্তী অঞ্চলে মোবাইল টাওয়ার স্থাপনে নতুন নীতিমালা

আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলে টেলিযোগাযোগ সেবা প্রদানে মোবাইল অপারেটরগুলোর বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপনে বিদ্যমান নীতিমালা ...

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর কথা বললেন উপদেষ্টা নাহিদ

জনগণের চাহিদার কথা বিবেচনা করে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য বাংলালিংক প্রতিনিধিদের বললেন ডাক, টেলিযোগাযোগ ...