উখিয়া নিউজ ডটকম;:
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে খুইল্যা মিয়া (৪৫) নামের এক ডাকাত নিহত হয়েছে।এ সময় ১৩টি দেশীয় অস্ত্র ,৩৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ৭সদস্য আহত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি খুইল্যা মিয়া একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ২০টিরও বেশি মামলা রয়েছে।
নিহত খুইল্যা মিয়া মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল গ্রামের আজম উল্লাহর ছেলে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে অস্ত্র ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ওই কারখানার মূলহোতা অস্ত্র ব্যবসায়ী ও চিহ্নিত ডাকাত খুইল্যা মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের সাতজন সদস্য আহত হয়। তাদেরকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিহতদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।