কক্সবাজারের কুতুবদিয়া বহির্নোঙ্গরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের সময় পানামা পতাকাবাহী একটি বিদেশি বানিজ্যিক জাহাজ আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ অপূর্ব বাংলা কুতুবদিয়া বহির্নোঙ্গরে নিয়মিত টহলের সময় লক্ষ্য করে যে, একটি বাংলাদেশি ওয়েল ট্যাংকার ওটি ইউনিয়ন পানামা পতাকাবাহী বিদেশি বানিজ্যিক জাহাজ MT DOLPHIN-19 থেকে জ্বালানি তেল সংগ্রহ করছে।
পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উভয় জাহাজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা তেল সংগ্রহ ও সরবরাহের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
তদন্তে আরও জানা যায়, MT DOLPHIN-19 জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও, ১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে অনুমতি ছাড়াই কুতুবদিয়া বহির্নোঙ্গরে নোঙর করে এবং দুপুর ২টা পর্যন্ত অবৈধভাবে আনুমানিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকিতে পড়ে।
পরিস্থিতি বিবেচনায় কোস্ট গার্ড জাহাজটি আটক করে চট্টগ্রাম বহির্নোঙ্গরে নিয়ে আসে। পাশাপাশি, বাংলাদেশি ওয়েল ট্যাংকারটি ৯ জন ক্রুসহ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে রয়েছে।
এ ঘটনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস বিভাগের অনুমোদন ছাড়াই অবৈধভাবে জ্বালানি আদান-প্রদান করায় মেরিন কোর্টের মাধ্যমে উভয় জাহাজের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।