প্রকাশিত: ১২/১১/২০১৭ ২:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে রামু উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈদগাঁও এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে মহি উদ্দিন (২০) ও জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আবদুল খালেকের ছেলে হাসান (২৫)।

রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি মোজাহিদুল ইসলাম জানান, আজ দুপুর ২টার দিকে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ঈদগাঁওমুখী সী-লাইন নামের একটি যাত্রীবাহী বাস। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলে থাকা দুই জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ বাসটি জব্দ করেছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...