চকরিয়া প্রতিনিধি – কক্সবাজারের চকোরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আনুমানিক ১০-১২ জন। মঙ্গলবার (১১ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকোরিয়ার হারবাং ইউনিয়নের বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে। চকোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, লেগুনার চালক চট্টগ্রামের আদুনগর এলাকার খাইর আহমদ (৩২) ও হারবাং এলাকার জহির আহমদ (৩০)।
ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশের সদস্য নুর উদ্দিন জানান, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনা পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০-১২ জন। আহতদের চকোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আরও পাঁচ জন ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আরও তিন জন নিহত হয়েছেন।
পাঠকের মতামত