কক্সবাজারে ১৫ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)-১৭ ব্যাটালিয়ন। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের ব্যাটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
গত ২ বছরে বিজিবি ১৭ ব্যাটালিয়ানের সদস্যরা সীমান্ত এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকদ্রব্যের মধ্যে ছিল- সাড়ে ৪ লাখ পিচ ইয়াবা, ১০ হাজার বোতল বিদেশি মদ, বিয়ার ক্যান, ফেন্সিডিল, দেশি মদ ও গাঁজা। এগুলোর বর্তমান বাজার মূল্য ১৫ কোটি টাকা।
এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ তানভির আলম খান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোছেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, বিজিবি ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রমুখ।