উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১০/২০২৩ ৮:০০ পিএম

“কক্সবাজার বিশ্ববিদ্যালয়” নামে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মাঞ্জুরী কমিশন। কমিশন থেকে বুধবার ৪ অক্টোবর এ সুপারিশ ও মতামত প্রদান করা হয়।

সুপারিশকৃত কক্সবাজার বিশ্ববিদ্যালয়ে ভৌগোলিক অবস্থান বিবেচনায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্র বিজ্ঞান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং মৎস্য বিজ্ঞান বিষয়কে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একই সুপারিশপত্রে জয়পুরহাট, ভোলা, নড়াইল, রাজবাড়ী, রংপুর, গাইবান্ধা, ময়মনসিংহ, বরগুনা সহ দেশের মোট ৯ টি জেলায় একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে।

পাঠকের মতামত

যে কারনে মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এ মামলার হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট ...