প্রকাশিত: ০৮/১০/২০১৬ ৩:৫৯ পিএম

ncl_walton_top1475906580
ক্রীড়া ডেস্ক : ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে প্রথম টায়ারের ম্যাচে লড়ছে খুলনা বিভাগ ও ঢাকা মেট্রো। আর একাডেমি মাঠে মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির কারণে দুটি ম্যাচই বন্ধ রয়েছে।

একাডেমি মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এ বৃষ্টির আগ পর্যন্ত তারা ২১ ওভারে বিনা উইকেটে ১০১ রান তুলেছে। ক্রিজে আছেন আব্দুল মজিদ ও রনি তালুকদার।

মজিদ ৭৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬১ রানে অপরাজিত আছেন। আর ৫০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৯ রানে অপরাজিত আছেন।

এদিকে মূল মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিভাগ। ৫ রানের মাথায় উইকেট হারিয়ে ধীরেসুস্থ্যে এগোচ্ছে খুলনা। বৃষ্টি আসার আগ পর্যন্ত ১৯.১ ওভারে তাদের সংগ্রহ ২৯ রান। ক্রিজে আছেন এনামুল হক (১৮) ও মোসাদ্দেক ইফতেখার (৮)। আউট হয়ে ফিরে গেছেন মেহেদগী হাসান (২)। তার উইকেটটি নিয়েছেন সৈকত আলী।

মোহাম্মদ আশরাফুল ৩.১ ওভার বল করে ৬ রান দিয়েছেন।

এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ। আর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর মাঠে খেলছে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ।

দুই রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম টায়ারের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে খুলনা বিভাগ। ৯ ও ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগ।

এদিকে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় টায়ারে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ। আর ২২ পয়েন্ট নিয়ে রংপুর বিভাগ রয়েছে দ্বিতীয় স্থানে। ১১ ও ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগ রয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে। রাইজিংবিডি

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো ...

মাদকে সয়লাব দেশ

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থবিরতায় সারা দেশ মাদকে সয়লাব। গত চার বছরে দেশে অন্তত ৪০ লাখ ...