ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/১২/২০২৪ ৮:১০ এএম

ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কেন্দ্রীয় নাগরিক কমিটি কক্সবাজার জেলা শাখা। শুক্রবার (০৬ ডিসেম্বর) জুমার নামাজের পর মিছিল নিয়ে কক্সবাজারের রাজপথে নেমে পড়ে ছাত্র-জনতা। মিছিলটি শহরের তারাবনিয়ার ছড়া এলাকা থেকে বের হয়ে কক্সবাজার পৌরসভা গেটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনার নির্দেশে দুই হাজার ছাত্র-জনতা খুন হয়েছেন। আহত হয়েছেন লাখো ছাত্র-জনতা। খুনি হাসিনা ও তার দোসরদের বাংলাদেশে ফের রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য একচোখা ভারত তৎপর। শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে শেখ হাসিনা তথা পতিত ফ্যাসিজমের সহযোগীদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ কোনো ধর্মের, কোনো গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার। সনাতনী নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ভারত বাংলাদেশকে নতজানু করতে চায়। ভারতের এই ইচ্ছা দেশপ্রেমে উদ্বুদ্ধ মুক্তিকামী ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।

বক্তারা ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভারত বিশ্বে বৃহৎ গণতান্ত্রিক দেশের তকমা ফেরি করে বেড়ালেও একটি হিন্দু মৌলবাদী রাষ্ট্র। ষড়যন্ত্র না করে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক করুন। অহেতুক বিশেষ দলের পক্ষাবলম্বন করে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না।

‘দেশে-বিদেশে নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে’

জাতীয় নাগরিক কমিটির নেতা অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সুজা উদ্দিন সুজা, কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাহেদুল ওয়াহিদ সাহেদ, জুনাঈদ হোসেন, রবিউল হোসেন প্রমুখ।

এর আগে মিছিলকারীরা গোলামি না আজাদী, আজাদী-আজাদী। দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন

পাঠকের মতামত