টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দুই দিনে হয়েছে দুই ম্যাচ। ধকল গেছে ক্রিকেটারদের উপর। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে নামার আগে বুধবার ঐচ্ছিক অনুশীলন ছিল ক্রিকেটারদের। ঠিক সময়ই শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাসির হোসেন। তবে অনুশীলন করতে নয়; এসেছেন মাছ ধরতে!
লাবনী পয়েন্টে ৪৯ একর জমির উপর প্রতিষ্ঠিত স্টেডিয়ামটিকে ক্রীড়া কমপ্লেক্সে রূপ দেয়ার পরিকল্পনা বিসিবির। সে লক্ষ্যে মাটি কেটে বানানো হয়েছে দুটি পুকুর। ভবিষ্যতে যেটি রূপ নেবে সুইমিংপুলে। তারই একটি পুকুরে নামজমুল হোসেন শান্তকে নিয়ে ছুটলেন নাসির। বড়শি পেতে কিছুক্ষণ অপেক্ষা করতেই ধরা পড়ল তেলাপিয়া।
সেটি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়লেন নাসির। শান্ত তখন সিরিয়াস হয়ে বড়শিতে টোপ দিলেন নাসিরের মতো কিছু করতে। দারুণ সময় কাটালেন দুজন।
বুধবার অনুশীলন করেছেন অধিনায়ক মুমিনুল হক, আজমীর আহমেদ, শফিউল ইসলাম, নাঈম হাসান। বাকিরা টিম হোটেলে সময় কাটিয়েছেন।
বৃহস্পতিবার গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানেরও। যে দল জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে চট্টগ্রামে। যেখানে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।