ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০১/২০২৩ ৯:২০ এএম

কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব উঠেছে জেলা প্রশাসকদের সম্মেলনে। একইসঙ্গে প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৈরি করার প্রস্তাব করেছেন ডিসিরা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৩’-এর প্রথম দিনের তৃতীয় অধিবেশনে জেলা প্রশাসকরা এসব প্রস্তাব করেন।

অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টেকনিক্যাল স্কুল তৈরির প্রকল্পের কাজ চলছে। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অঞ্চলভেদে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ ও প্রয়োজনে জেলাসমূহে কৃষি ডিপ্লোমা কলেজ স্থাপনের কথা বলা হয়েছে।

দিনের তৃতীয় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ

পাঠকের মতামত

যে কারনে মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এ মামলার হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট ...