চকরিয়া উপজেলা হাসপাতাল সড়কে মোটরসাইকেল ধাক্কায় আহত প্রবীণ সংবাদপত্র বিক্রেতা (হকার) প্রকাশ কান্তি ধর (৬৩) নিহত হয়েছেন।
রোববার (১৪ জুলাই) ভোর ৫টার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
কান্তি ধর হারবাং ইউনিয়নের ধার পাড়া গ্রামের পরলোকগত হরিণ লাল ধরের ছেলে।
স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া সরকারি হাসপাতাল সড়কের সমনে মহা সড়ক পরা হওয়ার সময় একটি মোটরসাইকেল এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পরিবার সূত্রে নিশ্চিত করেন।
তিনি দীর্ঘ ৩০ বছর ধরে চকরিয়া উপজেলায় বিভিন্ন সংবাদপত্র বিক্রি করে পরিবার পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা আজ অসহায় হয়ে পড়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিন ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথসহ ক্লাবের সব নেতৃবৃন্দ। এ ছাড়া সংবাদপত্র এজেন্ট প্রভাষক জিয়াউল হক ভুট্টো ও রবিউল হোসাইন শারিক, চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি মনির উদ্দিনসহ নেতৃবৃন্দরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পরে চকরিয়ার বিভিন্ন সংগঠন তাকে ধাক্কা দানকারী মোটরসাইকেলচালককে গ্রেফতারের দাবি জানান।