প্রকাশিত: ০৮/১০/২০২১ ৮:০২ এএম


কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কয়েকটি রিসোর্ট থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে হোটেল-মোটেল জোন থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে, ৭ জন তরুণ ও ৫ জন তরুণী। যারা প্রত্যেকে অসামাজিক কাজে লিপ্ত ছিল।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, অভিযোগের ভিত্তিতে এসব কটেজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ জন তরুণ ও ৫ জন তরুণীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

নারীর সঙ্গে ইয়াবা খাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা

পিরোজপুরে নারীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ...

অভিযান চালিয়ে গ্রেফতার কক্সবাজারে মার্কিন নারীকে একা পেয়ে জড়িয়ে ধরল যুবক

জাতীসংঘের কক্সবাজার কার্যালয়ে কর্মরত এক মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির অভিযোগে তারেকুল ইসলাম ওরফে চু-ইল্যা তারেক ...