চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চকরিয়া উপজেলার হারবাং বুড়ির দোকান এলাকায় রাস্তা পারাপারের সময় হানিফ বাসের ধাক্কায় দেব কুমার ধর (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দেব কুমার ধর চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ধরপাড়া এলাকার বজন্দ্র কুমারের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি রাস্তার একপাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় হঠাৎ কক্সবাজারগামী একটি হানিফ বাস এসে লোকটিকে ধাক্কা দেয়। এতে মাটিতে লুটে পড়া লোকটির মাথা থেকে অতিরিক্ত রক্তকরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক আরিফুল আমিন বলেন, চকরিয়া উপজেলার হারবাং বুড়ির দোকান এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহন বাসের ধাক্কায় দেব কুমার ধর নামে একজন পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে