উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১২/২০২৪ ১০:৫৬ এএম

কক্সবাজারের চকরিয়ায় হাসপাতালে এক নারীর লাশ ফেলে পালানোর সময় নুরুল আলম সিকদার নামে এক ব্যক্তিকে পাকড়াও করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উত্তর ডেমশা ইউনিয়নের নুরুল আলম সিকদার (৪৫) নামে এক ব্যক্তি রুমানা (২৫) নামে এক নারীর লাশ নিয়ে হাসপাতালে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু নিশ্চিত হয়ে হাসপাতাল থেকে কৌশলে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে আটক করে থানায় খবর দেন।

এ সময় নারীর লাশ নিয়ে আসা নুরুল আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তার মালিকানাধীন রামু উপজেলার ছদরঘোনা এলাকার ভাড়া বাসায় ওই নারী স্বামীসহ ভাড়া থাকতেন।

হাসপাতালের রেজিস্ট্রারে ওই নারীর নাম রুমানা, প্রযত্নে সাদ্দাম ড্রাইভার, ঠিকানা কালুর দোকান, কক্সবাজার লেখা রয়েছে।

প্রাথমিকভাবে ওই নারীর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন মিয়া জানান, বাড়িওয়ালা নুরুল আলম সিকদারের ভাড়াটিয়া ছিল রুমানা। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রেফার করেন। চট্টগ্রামে নেওয়ার পথে আশঙ্কাজনক হওয়ায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নুরুল আলম সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। বিষয়টি রামু থানায় অবগত করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...