নিজস্ব প্রতিবেদক::
শহরের লাইট হাউস এলাকার হোটেল মিল্কি রিসোর্ট থেকে ইয়াবা ও নগদ টাকাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ২২০ পিস ইয়াবা, নগদ ৪১ হাজার ৭৪০ টাকা, ১০টি মোবাইল ফোন ও ১০টি সিম উদ্ধার করা হয়। ৬ আগষ্ট রাত সাড়ে টায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর এএসপি মোঃ শরাফত ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ওই রিসোর্টে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চাউল বাজার এলাকার মং এ রাখাইনের পুত্র উ শৈ সিং রাখাইন (১৯), হবিগঞ্জের মাধবপুর ছাতিয়ানতলা এলাকার মৃত যসোদা মোহন রায়ের পুত্র রবিন রায় প্রকাশ নীলমনি (৩৭), টেকপাড়া এলাকার আবদুল আজিজের পুত্র ওবায়দুল মান্নান (২২), একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র মোঃ জুবায়ের হোসেন বাপ্পি (২৪), মধ্যম টেকপাড়ার মৃত আমির সুলতানের পুত্র মোঃ আবদুর রহমান (২৭) ও বৌদ্ধ মন্দির এলাকার কেসিন রাখাইনের পুত্র মং সৈহলাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে ওইসব ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ইয়াবা লেনদেনের কথা স্বীকার করে। তারা পেশাদার মাদক চক্রের সদস্য। তাদেরকে জব্দকৃত মালমালসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।