কালের কণ্ঠ::
একবার ব্যবহারযোগ্য পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক টন পলিথিন ও চারজন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী।
আরিফ উল্লাহ নিজামী জানান, শহরের বাজারঘাটা এলাকায় পলিথিনের দোকানগুলোতে অভিযান চালানো হয়।
এ সময় চারটি দোকান মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা হওয়া চার ব্যবসায়ী হলেন- কেনাকাটা স্টোরের মালিক মো. জিসান, মা পারফিউমার স্টোরের মালিক মো. ওসমান, আলহামদুলিল্লাহ স্টোরের মালিক মো. সিরাজ ও সিরমা পারফিউমার স্টোরের মালিক জসিম উদ্দিন।
তিনি জানান, এই অভিযানে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন। এই অভিযান অব্যাহত থাকবে।