প্রকাশিত: ৩০/০৬/২০২২ ৭:১৭ পিএম


ফিফার অর্থায়নে কক্সবাজারে অত্যাধুনিক টেকনিক্যাল সেন্টার তৈরির জন্য জেলার খুনিয়াপালংয়ে ২০ একর জমি বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বন ও পরিবেশ মন্ত্রণালয় ৭ জুন বাফুফের অনুকূলে জমি বরাদ্দ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বৃহস্পতিবার জানিয়েছেন, সহসাই তারা আনুষ্ঠানিকভাবে জমি বুঝে পাবেন।

অনেকদিন ধরেই বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদ কক্সবাজারে জমির সন্ধান করছিল। খুনিয়াপালং ছাড়াও জেলার টেকনাফের সাবারাং, রামুর ক্রুসকুল ও জুয়ারিনালা নামক এলাকায়ও জমি পরিদর্শন করেছিল; কিন্তু কিছুতেই জমি মেলাতে পারছিল না। গত ডিসেম্বরের মধ্যে জমি বরাদ্দের নিশ্চয়তা চেয়েছিল ফিফা। বাফুফে দিতে পারেনি। অবশেষে নির্ধারিত সময়ের ৬ মাস পর বাফুফে বরাদ্দ পেয়েছে বহুল প্রতিক্ষীত সেই জমি।

ফুটবলের সব ধরনের সুযোগ-সুবিধা রেখে এই ২০ একর জায়গার ওপর ফিফা অত্যাধুনিক একটি টেকনিক্যাল সেন্টার নির্মাণ করবে। কি নামে এই টেকনিক্যাল সেন্টার হবে, তা বাফুফের পরবর্তী নির্বাহী কমিটির সভায় ঠিক হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। টেকনিক্যাল সেন্টারটি তৈরির জন্য ফিফা ৩ থেকে সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলার দেবে।

আনুষ্ঠানিকভাবে জমি বুঝে পাওয়ার পর বাফুফে প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিলেই ফিফা টেন্ডার প্রক্রিয়ায় যাবে।

কেমন হবে এই টেকনিক্যাল সেন্টার? বাফুফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘ফুটবলের আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে এই সেন্টারে। এটা তৈরির পর জাতীয় ফুটবল দলের অন্য কোথায় অনুশীলন করতে হবে না। এখানে সব সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় দল অনুশীলন করতে পারবে। বিভিন্ন বয়সভিত্তিক দলের আবাসিক অনুশীলনের ব্যবস্থাও থাকবে এখানে।

পাঠকের মতামত

সেন্ট মার্টিনে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ ...

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...