প্রকাশিত: ১০/০৭/২০১৬ ৭:২৯ এএম

gomatali picসেলিম উদ্দিন, ঈদগাঁও::

ঘরে পানি উঠছে, আমরা পানিতে ভাসি, আপনেরা ছবি তুইল্যা আমাদের কি লাভ। ক্ষোভের সঙ্গে এ কথাগুলো বলছিলেন কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীর নোনা পানিতে বন্দি নাহার আক্তার (৩৩)। তিনি বলেন ভাঙা বেড়িবাঁধ দিয়ে নোনা পানিতে ভাসতেছি, আমরা কোথায় আশ্রয় নিবো।

জোয়ারের পানিতে প্লাবিত একই এলাকার গৃহবধূ নুর বলেন, পানিতে ঘরের চুলা ডুবে আছে, ৭ দিন ধরে ঘরে রান্না চুলা জ্বলে না, পোলাপানরা খাওয়ার জন্য চেচামেচি করছে। কিছু কিনে খাওয়ানোর সেই টাকাও নেই। আমাদের কষ্ট কেউ দেখেনা। তিনি আরো বলেন, ভাঙ্গা বাঁধ দিয়া নোনা পানি ঢুকছে, পানির মধ্যেই ভাসতে হবে। টানা বৃষ্টি, পূর্ণিমা জোয়ারের প্রভাবে এবং বাঁধ ভেঙে প্লাবিত শুধু  নুর নয়, তাদের মতো অসংখ্য মানুষ পানিবন্দি। জোয়ার এবং ভাটার ওপর নির্ভর করেই দিন কাটাচ্ছে ।

গোমাতলীর ভাঙা বেড়িবাঁধ দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকে পড়লে প্রায় ১০ গ্রাম প্লাবিত হয়। বর্তমানে ঐ এলাকার হাজারো মানুষ নোনা পানিতে বন্দি হয়ে পড়েছে।  ১০ গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন কাটাচ্ছেন। জোয়ার-ভাটার বৃত্তে বন্দী যোগাযোগ বিচ্ছিন্ন এই ১০ পাড়ায়  সরকারী বা প্রাইভেট কোন স্বাস্থ্য কেন্দ্র না থাকায় ঔষুধের দোকান গুলোই সাধারণ মানুষের চিকিৎসার শেষ ভরসা এখন। এক সময়ের যোগাযোগ উন্নত গোমাতলী বেড়িবাঁধ ভাঙ্গনের কারণে নিয়মিত জোয়ারে যাতায়তের প্রধান সড়কটিও বিলীন হয়ে যায়। যার ফলে বর্তমানে গোমাতলীর জনসাধরণের যোগাযোগের প্রধান মাধ্যম নৌকা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার (০৪জুলাই) নদীর পানি বিপদসীমার ৩ দশমিক ৬৯মিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে। এতে নি¤œাঞ্চল এবং বাঁধের বাইরের অংশ ছাড়াও ভাঙ্গা বাঁধ দিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে, ৭ দিন ধরে জোয়ারে পানি প্রবেশ করায় বন্যাদুর্গত এলাকায় এখন খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে ছড়িয়ে পড়েছে পানি বাহিত রোগ।

পোকখালী ও গোমাতলী ঘুরে দেখা গেছে, জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘর-বাড়ি, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, টিউবওয়েলসহ বিভিন্ন স্থাপনা। পানি থেকে বাঁচতে অনেকেই ঘরের উঁচু স্থানে কেউবা ঘর থেকে উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন। রোজার মধ্যে অনেকেই ইফতার সামগ্রী তৈরি করতে পারেননি, শুধু পানি খেয়ে ইফতার করতে হয়েছে ।

গোমাতলী রাজঘাট পাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, সাগর-নদী মোহনা তীরের বেশিরভাগ এলাকা প্লাবিত। সেখানকার বাসিন্দা আমেনা, জেসমিনসহ অনেকেই জানান তাদের দুর্ভোগের কথা। তারা বলেন, জোয়ারের পানিতে বার বার ক্ষতিগ্রস্থ হলেও কেউ তাদের খোঁজ খবর নেয় না। বানভাসি সালমা বলেন, অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে ভাসি, তবুও স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়না।

ইউপি চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম বলেন, টানা বৃষ্টি ও গোমাতলী অংশে বেড়িবাঁধ ভেঙ্গে নোনা পানি প্রবেশ করার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অধিকাংশ গ্রাম পানিতে নিমজ্জিত রয়েছে। প্লাবিত এলাকার গ্রামীণ অবকাঠামোর সড়ক ও সড়ক বিভাগের ১৫ কিলোমিটার সড়ক জোয়ারের পানির স্্েরাতে ভেঙে গেছে ।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানান, অমাবষ্যা ও পূর্ণিমার জোয়ারে নোনা জলে প্লাবিত জমিতে বর্ষা মৌসুমে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। ভাঙন বেড়িবাঁধ মেরামত না করলে হাজার হাজার একর ফসলি অনাবাদি হয়ে পড়বে।

এ ব্যাপারে পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ জানায়, অমাবষ্যার জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে সাগরের লোনা পানি লোকালয়ে প্রবেশ করে ব্যাপক এলাকা  প্লাবিত হয়। এভাবে প্রতিনিয়ত জোয়ার-ভাঁটা চলতে থাকলে এসব এলাকায় লোকজন বসবাস করা সম্ভব হবেনা। আগামী পূর্ণিমার জোয়ার আসার আগে বিলীন হওয়া বেড়িবাধঁ জরুরী ভিত্তিতে নির্মাণ করে যাতে বর্ষা মৌসুম ঠেকানো যায় তার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ও সরকারের উর্দ্বতন কর্মকর্তাদের প্রতি দৃষ্ঠি আকর্ষন করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিনুল ইসলাম বলেন, ঈদের আগেই দুর্গত এলাকায় ভিজিএফ ও ভিজিডি বিতরণ করা হয়েছে। তিনি বন্যাদুর্গত এলাকায় খবরা খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...