উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১১/২০২২ ৬:৩০ পিএম

কক্সবাজারে ৮০০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেছেন ব্রাজিল সমর্থকরা। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কলাতলী সংস্কৃতি কেন্দ্রের সামনে থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে এই র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি কক্সবাজার শহরের কলাতলী সংস্কৃতি কেন্দ্রের মাঠ থেকে শুরু হয়ে সুগন্ধা পয়েন্টে গিয়ে শেষ হয়। ব্রাজিলের প্রায় ৫ শতাধিক সমর্থক এতে অংশগ্রহণ করেন। এ সময় ব্রাজিল ফুটবল দলকে নিয়ে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কক্সবাজার শহর। র‌্যালির নেতৃত্বে দিয়েছেন, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে ব্রাজিলের জন্য সমর্থন রয়েছে। ব্রাজিল ফুটবল দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।

ব্রাজিল সমর্থক মঈন উদ্দিন বলেন, চার বছর পর ফুটবল বিশ্বকাপ আসে। আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের এই উন্মাদনা থেকেই ব্রাজিল সমর্থকদের মিলনমেলা। খেলায় হার-জিত থাকবে। তারপরও কাতারের বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবার ব্রাজিল বিজয়ী হবে।

ব্রাজিল সমর্থক শাহীন মাহমুদ রাসেল বলেন, এবার কাতার বিশ্বকাপ জিতে আবারও ব্রাজিল কোটি কোটি মানুষের হৃদয় জয় করবে বলে আশা করি।

র‌্যালির সমন্বয়ক ছৈয়দ আলম বলেন, কক্সবাজারে ব্রাজিল সাপোর্টারদের নিজেদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই এই আয়োজন। আমরা এভাবেই এক হয়ে ব্রাজিলের খেলাগুলো সবাই মিলে দেখব। আর ব্রাজিল দলকে সমর্থন করব।

পাঠকের মতামত

দেশের বাইরে উখিয়ার রিপাসহ দুই ফুটবলারকে খেলতে পাঠাবে না বাফুফে

ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা ...

টেকনাফকে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার-জেলা প্রশাসক

অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ...

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...