কক্সবাজারে মো: ফয়সাল (২১) নামের এক ইউনিভার্সিটি ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
তার শরীরে বিভিন্ন অংশে একাধিক কোপানোর আঘাত রয়েছে। নিহত ফায়সাল পিএমখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল আলমের ছেলে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এল.এল.বি ৫ম ব্যাচের বর্ষের ছাত্র।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাইনুদ্দিন জানান, এ ঘটনায় সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে। নিহতের শরীরে দায়ের ৬টি কোপের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পাঠকের মতামত