প্রকাশিত: ১৭/০৭/২০১৭ ৮:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৮ পিএম

স্টাফ রিপোর্টার:: কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় নেয়া দশম শ্রেণীর ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে মডেল টেস্টের প্রশ্ন দিয়ে ওই স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা নেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। একটা-দুইটা নয়, পুরো ৩০টি প্রশ্নই হুবহু মিল রয়েছে। গত ১২ জুলাই ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগের দিন (১১ জুলাই) একই প্রশ্নে সংশ্লিষ্ট শিক্ষকের বাসায় নেয়া হয় মডেল টেস্ট। অভিভাবক ও সাধারণ মানুষের প্রশ্ন জেগেছে- প্রশ্নপত্র জালিয়াতি করাটা কোন ধরণের নৈতিক শিক্ষা।

জানা গেছে, ফাঁস হওয়া ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ের শিক্ষকের নাম মিন্টু শর্মা। তিনি ভৌত বিজ্ঞান ও রসায়ন বিষয়ের শিক্ষক। পাঠ দেন ডে-শিফ্টে। বাসা স্কুলের একটু পূর্বে গোলদিঘীর পাড়ে। সরকারীভাবে প্রাইভেট-কোচিং নিষিদ্ধ হলেও পরীক্ষায় ‘শতভাগ কমন’ পড়ার নিশ্চয়তা দিয়ে দীর্ঘ দিন কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তিনি।

বাসায় দিনে ৪-৫ টি ব্যাচ-কোচিং পড়ান। প্রতি ব্যাচে এক’শ কাছাকাছি ছাত্রছাত্রী রয়েছে। প্রতি ছাত্র থেকে নেন মাসিক ন্যূনতম ৬’শ টাকা। ওই শিক্ষকের বাসা যেন আরেকটি স্কুল। পড়ার জন্য নয়, মূলত: প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তায় তার কাছে হুমড়ি খেয়ে যায় শিক্ষার্থীরা। আর এটিকে ক্ষুদে শিক্ষার্থীদের মেধাশুণ্য করার ষড়যন্ত্র মনে করছেন অভিভাবকরা।

অভিযোগ রয়েছে, স্কুলের প্রধান শিক্ষক রাম মোহন সেন যোগদানের পর থেকে স্কুলের পরীক্ষা, প্রশ্নপত্র, শিক্ষার মান নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠেছে। অভিযোগ রয়েছে, ব্যাপক স্বেচ্ছারিতা ও কোচিং বাণিজ্যের। শিক্ষক মিন্টু শর্মার সঙ্গে রয়েছে তার গভীর সখ্যতা।

স্কুলের প্রায় সব কাজে চলে মিন্টু শর্মার একক আধিপত্য। শিক্ষার্থীদের বাধ্য করান প্রাইভেট পড়তে। যারা তার কাছে প্রাইভেট পড়েনা, তাদের পরীক্ষায় ফেল করার ভয় মনে করিয়ে দেন। এসব জেনেও না জানার ভান করে থাকেন প্রধান শিক্ষক।

স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, প্রধান শিক্ষক রাম মোহন সেন তার কর্তৃত্ব নিশ্চিত করতে কয়েকজন শিক্ষক নিয়ে সিন্ডিকেট করেছেন। সেই সিন্ডিকেটে রয়েছেন ভৌত বিজ্ঞান ও রসায়ন বিষয়ের শিক্ষক মিন্টু শর্মা, ব্যবসায় শিক্ষার মোক্তার আহমদ, ইংরেজির মো: জাকারিয়া, সুমন দত্ত ও জীববিজ্ঞানের শাহজাহান কুতুবী।

সুত্র জানায়, অতীতের পরীক্ষাগুলোতে খাতায় কোড ব্যবহার ও বিপরীত সিফটের শিক্ষক দিয়ে মূল্যায়ন করা হতো। কিন্তু প্রধান শিক্ষক রাম মোহন সেন অতীতের সব নিয়ম পাশ কাটিয়ে কোচিং বাণিজ্য করে এমন কিছু শিক্ষককে পরীক্ষা পরিচালনা কমিটির দায়িত্ব দেন। শ্রেণী রোল অনুযায়ী সীটপ্ল্যান করার কথা থাকলেও কোচিং বাণিজ্যে অভিযুক্ত শিক্ষকরা তাদের সুবিধা মতো সীটপ্ল্যান করেন।

দশম শ্রেণীর ছাত্রদের প্রাক-নির্বাচনীর প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়ার বিধান থাকলেও অর্ধবাষির্কী পরীক্ষা বলে চালিয়ে নিচ্ছেন। ভিন্ন বিষয়ের শিক্ষকদের দেয়া হচ্ছে খাতা মূল্যায়নের দায়িত্ব। যে কারণে শিক্ষকরাও বিব্রতবোধ করছেন। এসব দুর্নীতির বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী অভিভাবকদের। প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, বোর্ডের নির্দেশনার আলোকে স্কুল কর্তৃপক্ষের সরবরাহকৃত প্রশ্নে পরীক্ষা নেয়া হচ্ছে।

কোন প্রশ্নের বিষয়ে অভিযোগ ওঠলে তা বাতিলের এখতিয়ার আমাদের আছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। শিক্ষকদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলার অভিযোগ সত্য নয় বলে দাবী করেন তিনি। জেলা শিক্ষা অফিসার সালেহ উদ্দিন চৌধুরী বলেন, সরকার শিক্ষকদের সর্বোচ্চ সম্মানিত করেছেন। বেতন ভাড়া দ্বিগুন করেছেন।

প্রাইভেট-কোচিং নিষিদ্ধ করার পরও যারা আইন অমান্য করছেন- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঠিক তথ্য প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সুত্র: জনকন্ঠ

পাঠকের মতামত

যুক্তরাজ্যের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক আকবর হোসেন

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিবিসি প্রতিনিধি আকবর হোসেন মজুমদার। রবিবার ...

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ...