আতিকুর রহমান মানিক, কক্সবাজার :
জেলাবাসীর বহুল প্রত্যাশিত কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ’র যাত্রা শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্হিতিতে অনুষ্ঠিতব্য এক সভায় আনুষ্ঠানিকভাবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহন করবেন লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। তিনি দায়িত্ব নেয়ার পর ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে বলে জানা গেছে। ইতিপূর্বে প্রকাশিত সরকারী গেজেটে শুধুমাত্র চেয়ারম্যানের নাম প্রকাশ করা হলেও সদস্যদের নাম এখনো ঘোষনা করা হয়নি। সূত্রে প্রকাশ, ১৫ সদস্যের কমিটিতে ৪ জন পূর্নকালীন ও ১১ জন খন্ডকালীন হিসাবে দায়িত্ব পালন করবেন। এতে অন্যান্যদের পাশাপাশি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান, কক্সবাজার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও পৌর মেয়র কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসাবে থাকবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী “কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল- ২০১৬” চুড়ান্ত হয়। এরপর অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এর প্রথম চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। সদরের ঈদগাও ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়ায় জন্ম নেয়া কৃতি এ সেনা কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করে ২০১১ সালে অবসর নেন।
পাঠকের মতামত