এম,এস রানা
কক্সবাজার সরকারী কলেজের মেধাবী দ্বিতীয় বিভাগের ছাত্র ইফতেখার উদ্দিন রবি (১৮) আর নেই তিনি গতকাল ১৭ আগস্ট ভোর ৪ টার সময চট্রগ্রাম মেট্রো পলিটন হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি————রাজিউন । ইফতেখার উদ্দিন রবি, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের কেলাসে পাড়া গ্রামের নিবাসী, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসর প্রাপ্ত সাবেক কর্মকর্তা আব্বাস উদ্দিনের কনিষ্ট পুত্র। রবি দীর্ঘদিন যাবত অসুস্হ্য থাকলে গত একমাস আগে তাকে চট্রগ্রাম মোট্রো পলিটন হাসপাতালে ভর্তি করা হয, সে খানে তার ব্রেইন ক্যান্সার ধরা পড়ে, দীর্ঘ একমাস ডাক্তারের সকল চেস্টা ব্যর্থ করে দিয়ে সবায় কে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন এলাকার শান্তশ্রিষ্ট ও মেধাবী ছাত্র রবি । গতকাল বিকাল ৪ টার সময স্হানীয ফকিরা মোরা খেলার মাঠে জানাযা শেষে পারিবারিক কবরাস্হানে তাকে দাফন করা হয। জানাযায় উখিয়া উপজেলার বিশিষ্ট আলেমেদীন মৌলানা আবুল ফজল, হলদিয়া দক্ষিন শাখা বি এন পির প্রধান উপদেষ্ট আলহাজ্ব জলিল আহমদ চৌঃ, পালং উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মাষ্টার হাসান জামাল সহ তার স্কুল / কলেজের সহপাটি, স্হানীয গন্যমান্য ব্যক্তিবর্গ হাজার হাজার মুসল্লি উপস্হিত ছিলেন।
পাঠকের মতামত