কক্সবাজার জেলা কৃষক লীগ নেতা আরিফুল্লাহ নুরীকে ধরে পুলিশে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় লোকজন তাকে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার জামান হোটেলের সামনে থেকে আটক করে।
ধৃত আরিফুল্লাহ নুরী কক্সবাজার সদর উপজেলা প্রজন্ম লীগের সাবেক সভাপতি ও কৃষক লীগের নেতা। তিনি কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ নুরীর ছেলে।
তার বাবা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শেখ হাসিনা সরকার আমলে সুবিধাভোগী হিসেবে বিতর্কিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক মো. রবিউল আলম জানান, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছিল।
তিনি জানান, বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ছাত্র-জনতা আরিফুল্লাহ নুরীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছাত্ররা তাকে ধরে পুলিশে দিয়েছেন। তবে এখনো কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।
প্রসঙ্গত, আরিফুল্লাহ নুরী নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ধামাচাপা দিতে স্থানীয় একটি দৈনিক পত্রিকা ভাড়া নিয়ে ওই পত্রিকার প্রধান সম্পাদক হয়েছেন। তিনি সদর উপজেলা প্রেস ক্লাব নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
পাঠকের মতামত