উখিয়া নিউজ ডেস্ক::
সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের সর্বত্র এবার এসএসসি পরীক্ষার ফলাফলের পাশের হার কমেছে, এর ধারাবাহিকতায় কক্সবাজার জেলায় কমেছেও পাশের হার। এ বছর জেলায় পাশের হার ৮৫ দশমিক ৯২ শতাংশ। এসএসসিতে জেলায় পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ১৯৯ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৬৬ জন। সার্বিক ফলাফলে এবার মেয়েদের তুলনায় ছেলেরা ভালো করেছে। ছেলেদের পাশের হার ৮৭ দশমিক শূণ্য ৫ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৪ দশমিক ৮৯ শতাংশ। ৭ হাজার ৩৪৭ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৩৮৪ জন ও জিপিএ-৫ পেয়েছে ৪৩৫ জন। আর ৮ হাজার ৬৫ জন মেয়ের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৮১৫ জন ও জিপিএ-৫ পেয়েছে ৩৩১ জন।
বরাবরের মত ভাল ফলাফল অর্জন করেছে জেলার দুই শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শতভাগ পাশ করেছে জেলা শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিভাগে জিপিএ-৫ পাওয়া স্কুল গুলোর মধ্যে সেরা দেশে স্থান পেয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন জানান, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এবার পরীক্ষার্থী ছিল ২৫৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। পাশের হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। গত বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছিল ১৪০ জন। তিনি বিদ্যালয়ের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউসুফ জানান, তাঁর বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ২৫৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন। পাশের হার ৯৯ দশমিক ২২ শতাংশ।
মাদ্রাসা
প্রকাশিত ফলাফলে দাখিলে জেলায় পাশের হার ৮২.৪৭ শতাংশ, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। এবার দাখিলে একমাত্র রামু উপজেলায় কোন জিপিএ-৫ পাননি। এর মধ্যে- কক্সবাজার সদর উপজেলার হাশেমিয়া কামিল মাদ্রাসায় ৩জন, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় ৩জন, আল-মাছিয়া ফাজিল মাদ্রাসায় ১জন, পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসায় ১জন, খরুলিয়া তালিমুল কুরআন দাখিল মাদ্রাসায় ২জন ও মনিরিয়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসায় ১জন। উখিয়া উপজেলার রাজাপালং মঈনুল উলুম ফাজিল মাদ্রাসা, টেকনাফ উপজেলার শাপলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা ও পেকুয়ার মগনামা মাঝির পাড়া শাহ রশিদিয়া আলিম মাদ্রাসা থেকে ১জন করে মোট ৩জন পেয়েছে। মহেশখালী উপজেলার বড় মহেশখালী দারুল কোরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ২জন। কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও আল ফারুখ আদর্শ দাখিল মাদ্রাসায় ১জন করে মোট ২জন এবং চকরিয়া উপজেলার বদরখালী এমএস ফাজিল মাদ্রাসায় ১ জন, হযরত ফাতিমা (রহ.) মহিলা আলিম মাদ্রাসায় ২জন, বরইতলী দাখিল মাদ্রাসায় ৩জন, পহরচাঁদা ফাজিল মাদ্রাসায় ৪জন, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসায় ২ জন। এদিকে দাখিলে শতভাগ পাশ করেছে ৪টি মাদ্রাসা। এগুলো হলো- ভোমারিয়া ঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০ জন ও গোমাতলী মুনচেহরিয়া দাখিল মাদ্রাসায় ৭জন, রামুর ঈদগড় বদরমোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসায় ২৭ জন এবং চকরিয়ার দিগর পানখালী দারুল উলুম মহিলা দাখিল মাদ্রাসায় ২৫ জন।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার তথ্য মতে, জেলায় দাখিল পরীক্ষার ফলাফল- কক্সবাজার সদর উপজেলার তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৭ জন, ফেল ৬ জন; কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় পাশ করেছে ৭৪ জন, ফেল ২১ জন ও জিপিএ ৫-পেয়েছে ৩ জন; কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায় পাশ করেছে ৬৫ জন, ফেল ৫ জন ও জিপিএ-৫ পেয়েছে ৩ জন; ভারুয়াখালী দারুল উলুম মাদ্রাসায় পাশ করেছে ৪২ জন, ফেল ১১ জন; তেতৈয়া তাফহীমুল কোরআন মাদ্রাসায় পাশ করেছে ৭৩ জন, ফেল করেছে ২৫ জন; উম্মে সালমা ইসলামিয়া মহিলা মাদ্রাসায় পাশ করেছে ১৩, ফেল করেছে ৫ জন; আলির জাঁহাল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় পাশ করেছে ১৫ জন, ফেল ৫ জন; কলাতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৫ জন, ফেল ৭ জন; ভোমারিয়া ঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২০ জন; আলমাছিয়া ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৬৩ জন, ফেল ১১ জন ও জিপিএ-৫ পেয়েছে ১জন; ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৯ জন, ফেল ১০ জন; ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৩ জন, ফেল ৮ জন; নাইক্ষ্যংদিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৫৫ জন, ফেল ১৫ জন; পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৫৬ জন, ফেল ১৮ জন ও জিপিএ-৫ পেয়েছে ১জন; ঈদগাহ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসা পাশ করেছে ৩৯ জন, ফেল ৭ জন; এজি লুৎফুল কবির আদর্শ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৮ জন, ফেল ৭ জন; মমতাজুল উলুম ফরিদিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৭ জন, ফেল ৯ জন; চৌফলদ-ী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৪৫ জন, ফেল ২ জন; গোমাতলী মুনচেহরিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৭জন; হযরত উম্মেহানি (রা.) মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ১৬ জন, ফেল ৬ জন; কালুফকির পাড়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা পাশ করেছে ১৩ জন, ফেল ৭ জন; কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় পাশ করেছে ৭১ জন, ফেল ৫ জন; ছুরতিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পাশ করেছে ৪০ জন, ফেল ১০ জন ও স্থগিত ১ জন; খরুলিয়া তালিমুল কোরআন দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৭৫ জন, ফেল ৪ ও জিপিএ-৫ পেয়েছে ২ জন; মনিরিয়া বাহরুল উলুম দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৫৪ জন, ফেল ৩ জন ও জিপিএ-৫ পেয়েছে ১জন; আয়েশা ছিদ্দিকা (রহ.) মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৯ জন, ফেল ৬ জন; পিএমখালী আদর্শ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৫৯ জন, ফেল ৯ জন; তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসায় পাশ করেছে ১৪ জন, ফেল ২ জন; উত্তর পাতলী হযরত আবু বকর ছিদ্দিক (রহ.) দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩০ জন, ফেল ৫ জন এবং পিএমখালী ক্যাডেট মহিলা দাখিল মাদ্রাসায় ১৬ জন, ফেল ৬ জন।
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৮ জন, ফেল ৫ জন; ঈদগড় বদরমোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৭ জন; মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ৩২ জন, ফেল ১৪ জন; মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৫২ জন, ফেল ৪ জন; রহমানিয়া মদিনাতুল দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৪৯ জন, ফেল ৯ জন; আবু বকর ছিদ্দিক ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৬১ জন, ফেল ৮ জন; রাজারকুল ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৭ জন, ফেল ৭ জন; তামিরুল উম্মাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৮ জন, ফেল ৮ জন; গর্জনিয়া ফয়জুল উলুম আলিম মাদ্রাসায় পাশ করেছে ৭৭ জন, ফেল ১৩ জন ও স্থগিত ২ জন; গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ৩৭ জন, ফেল ২ জন এবং আল গিফারী (রহ.) আদর্শ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৭ জন, ফেল ৪ জন।
উখিয়া উপজেলার রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৬৮ জন, ফেল ১০ জন ও জিপিএ-৫ পেয়েছে ১ জন; সোনারপাড়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৬৬ জন, ফেল ১৩ জন; হামিদিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৬ জন, ফেল ৮ জন; ফারিরবিল মিনহাজুল কোরআন আলিম মাদ্রাসায় পাশ করেছে ৭৫ জন, ফেল ৬ জন; রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ৫৭ জন, ফেল ১৩ জন; রাজাপালং বায়তুশ শরফ আদর্শ শাহ জব্বারিয়া মহিলা মাদ্রাসায় পাশ করেছে ২২ জন, ফেল ১ জন; গয়ালমারা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৬ জন, ফেল ৭ জন এবং ফাতেমাতুজ্জুহুরা মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৬ জন, ফেল ১ জন।
টেকনাফ উপজেলার দারুত তাওহিদ ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ১২ জন, ফেল ৩ জন; হ্নীলা মৌলভী বাজার জমিরিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ২৭ জন, ফেল ১৩ জন; হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ৪১ জন, ফেল ১৪ জন; রঙ্গীখালী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৪২ জন, ফেল ১৮ জন ও রিপোর্ট ২; মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসায় পাশ করেছে ১৪ জন, ফেল ৯ জন; বাহারছড়া তাফহিমুল কোরআন দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩১ জন, ফেল ১৫ জন; মোহাম্মদিয়া রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৬ জন, ফেল ১০ জন; কাটাখালী রওজাতুন্নবী দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৭ জন, ফেল ৮ জন; শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৩ জন, ফেল ১ জন ও জিপিএ-৫ পেয়েছে ১ জন এবং রঙ্গীখালী খদিজাতুল কুবরা মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ১৭ জন, ফেল ৮ জন।
পেকুয়া উপজেলার কোনাখালী হেদায়তুল উলুম দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৩ জন, ফেল ২০ জন; রাজাখালী বিইউ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৫০ জন, ফেল ১১ জন; মৌলভী বাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পাশ করেছে ৩৫ জন, ফেল ২৫ জন; ফাঁসিয়াখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৫০ জন, ফেল ২ জন; মগনামা মাঝিরপাড়া শাহ্ রশিদিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ৪৮ জন, ফেল ২৪ জন ও জিপিএ-৫ পেয়েছে ১জন; উজানটিয়া এএস আলিম মাদ্রাসায় পাশ করেছে ৩৬ জন, ফেল ১ জন; বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৪৬ জন, ফেল ১৪ জন; মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৮ জন, ফেল ৪ জন; পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ৪৯ জন, ফেল ২৫ জন; রাজাখালী সুন্দরি পাড়া আজগরিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৮ জন, ফেল ১৫ জন এবং পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৫, ফেল ১৫ জন।
চকরিয়া উপজেলার আল ফরমুজ লেসুমা করিম মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩০ জন, ফেল ৩ জন; চকরিয়া আনোয়ারুল ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ১৪৬ জন, ফেল ২১ জন ও রিপোর্ট ১; পালাকাটা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৫৭ জন, ফেল ১১ জন; বদরখালী এমএস ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৯৯ জন, ফেল ৫ জন ও জিপিএ-৫ পেয়েছে ১জন; খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৪০ জন, ফেল ১ জন; এরাবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ৩৬ জন, ফেল ৪ জন; আজম নগর মজিদিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৪ জন, ফেল ৪ জন; মজিদিয়া দারুস সুন্নাহ পৌর দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৮ জন, ফেল ২ জন; ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩০ জন, ফেল ২ জন; ঢেমুশিয়া মুহসেনিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৪৪ জন, ফেল ১০ জন; চকরিয়া উম্মেহাতুল মুমেনিন মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৮ জন, ফেল ৭ জন; জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৪০ জন, ফেল ৬ জন; ডুমখালী আল হেরা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৩ জন, ফেল ১ জন; হযরত ফাতেমা (রহ,) মহিলা আলিম মাদ্রাসায় পাশ করেছে ৭২ জন, ফেল ৬ জন ও জিপিএ-৫ পেয়েছে ২জন; বহদ্দারকাটা আল ইমাম মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৩ জন, ফেল ১১ জন; বাটাখালী নুরিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৪৮ জন, ফেল ৩ জন; রিংভং রহমানিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৪ জন, ফেল ৯ জন; দিগর পানখালী দারুল উলুম মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৫ জন; বরইতলী দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৬ জন, ফেল ২ জন ও জিপিএ-৫ পেয়েছে ৩ জন; কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৬৪ জন, ফেল ১১ জন; পহরচাঁদা ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৪৯ জন, ফেল ৩, রিপোর্ট ৫ ও জিপিএ-৫ পেয়েছে ৪জন; আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ১৩৪ জন, ফেল ১২ জন ও জিপিএ-৫ পেয়েছে ২ জন; ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৮ জন, ফেল ৪ জন; হারবাং হামিদিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৭১ জন, ফেল ৭ জন এবং মানিকপুর দারুল ফোরকান মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৮ জন, ফেল ৫ জন।
কুতুবদিয়া উপজেলার ধুরুং ছমিদিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ২৩ জন, ফেল ৩২ জন; বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৪৮ জন, ফেল ৩১, স্থগিত ১ জন ও জিপিএ-৫ পেয়েছে ১জন; আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসায় পাশ করেছে ১৫ জন, ফেল ১৬ জন; কুতুব আউলিয়া শামশুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৬ জন, ফেল ৮ জন; আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৬২ জন, ফেল ২৪ জন, স্থগিত ১ জন ও জিপিএ-৫ পেয়েছে ১ জন; কুতুবদিয়া জামেয়া নুরানিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৫ জন, ফেল ১৭ জন; ইমাম আবু হানিফা একাডেমী দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২২ জন, ফেল ১৩ জন; উত্তর ধুরুং গাউছিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩১ জন, ফেল ৩৬ জন এবং দারুল হিকমাহ আল মালিকিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৩ জন, ফেল ২০ জন।
মহেশখালী উপজেলার পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাশ করেছে ৪৭ জন, ফেল ২ জন; শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ৭৬ জন, ফেল ৬ জন; কুতুবজোম জামিউচ্ছুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৪১ জন, ফেল ১ জন; হোয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৭ জন, ফেল ১ জন; আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৭৩ জন, ফেল ২ জন; বড় মহেশখালী দারুল কোরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৫৬ জন, ফেল ৪ জন ও জিপিএ-৫ পেয়েছে ২ জন; পানিরছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৬ জন, ফেল ৬ জন; তাজিয়াকাটা সুমাইয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৪ জন, ফেল ৪ জন; বড় মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৯ জন, ফেল ৫ জন; মাতারবাড়ি মজিদিয়া আলিম মাদ্রাসায় পাশ করেছে ৫৫ জন, ফেল ২৩ জন; কালারমার ছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসায় পাশ করেছে ৩৫ জন, ফেল ৫ জন; ধলঘাটা হোছাইনিয়া বদরুল উলুম দাখিল মাদ্রাসায় পাশ করেছে ১২ জন, ফেল ৯ জন; মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ১৯ জন, ফেল ১১ জন; ষাইটমারা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৪ জন, ফেল ৩ জন; মাতারবাড়ি রাজঘাট রশিদিয়া হাশমতিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৯ জন, ফেল ৮ জন; হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৬ জন, ফেল ১৩ জন; শাহ মজিদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩৫ জন, ফেল ৪ জন; কালারমার ছড়া আদর্শ দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৪৭ জন, ফেল ৬ জন এবং উত্তর নলবিয়া মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ১২ জন, ফেল ৩ জন।
পাঠকের মতামত