নিউজ ডেস্ক::
কক্সবাজার জেলা আওয়ামী লীগ’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের আভাস মিললো।সোমবার প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি/ সাধারণ সম্পাদকের পক্ষ থেকে দেয়া কমিটি অনুমোদন করেছেন। এই গুঞ্জনে মুখরিত ছিলো পুরো জেলা আওয়ামী লীগ কার্যালয়। জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সঙ্গে এ ব্যাপারে আলাপ করা হলে তিনিও কমিটি অনুমোদনের বিষয়টি শুনেছেন বলে জানান। এ ব্যাপারে আজই চূড়ান্ত জানাতে পারবেন বলেও এই প্রতিবেদককে জানান তিনি।
বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, ৭১ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা আওয়ামী লীগ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আসন্ন জাতীয় সম্মেলনের পর আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিবর্তন এলে পরে কেন্দ্রের অনুমতি নিয়ে কমিটির সদস্য সংখ্যা আরো ১০ জন বাড়তে পারে। এমনটাই আশা করছেন জেলা আওয়ামী লীগ নেতারা।
অনুমোদিত কমিটিতে স্থান হয়নি কোন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের। দলের গুরুত্বপূর্ণ পদে থাকার কারণেই তাঁদের জেলা কমিটির বাইরে রাখা হয়েছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম শুধু মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ-সদস্য ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশেক উল্লাহ্ রফিক। অনুমোদিত কমিটিতে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
অপরদিকে সংগঠনের সিনিয়র নেতাদের মধ্যে মোস্তাক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট একে আহমদ হোসাইন, নজরুল ইসলাম চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ সিআইপিকে রাখা হয়েছে সদস্য হিসেবে। যোগ্য পদ না থাকার কারণেই তাঁদের সদস্য পদ দিয়ে সম্মানিত করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও আব্দুর রহমান বদি এমপি এবং সাইমুম সরওয়ার কমল এমপিকে সদস্য পদ দেয়া হয়েছে।
সোমবার অনুমোদিত কমিটিতে যাঁদের স্থান দেয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে তাঁরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাবেক সংসদ-সদস্য এ থিন রাখাইন, সহ-সভাপতি হিসেবে শফিকুল কাদের শফি, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আমজাদ হোসেন, শফিকুর রহমান, রেজাউল করিম। যুগ্ম সম্পাদক হিসেবে মাহাবুবুল হক মুকুল, অ্যাডভোকেট রঞ্জিত দাশ। সাংগঠনিক সম্পাদক হিসেবে মাশেদুল হক রাশেদ, মাহাবুবুর রহমান চৌধুরী (মেয়র) , নাজনীন সরওয়ার কাবেরী।
এ ছাড়া অন্যান্য নেতাদের মধ্যে জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম, প্রিয়তোষ শর্মা চন্দন, অ্যাডভোকেট তাপস রক্ষিত, রাশেদুল ইসলাম, খোরশেদ কুতুবী, আজিজুর রহমান প্রমুখের নাম জেলা কমিটিতে রয়েছে বলে ব্যাপক গুঞ্জন রয়েছে।