কক্সবাজার সরকারী কলেজ মাঠে আজ সকালে কক্সবাজার জেলা জামায়াতের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। জেলার লক্ষাধিক কর্মী ও সমর্থক ওই সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, আয়োজিত কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে জেলার প্রত্যেক উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড-ইউনিট ভিত্তিক প্রচার প্রচারনা ও প্রস্তুতি শেষ। লক্ষাধিক লোকের সমাগমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপত্তার সাথে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের নিজস্ব প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
তিনি আরো বলেন, এছাড়াও মেডিকেল টিম, এম্বুলেন্স, টেকনিক্যাল টিমসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের কর্মী সম্মেলনে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহন করবেন। তবে নারীরা কলেজের মাঠে নয় তার বিপরীতে অবস্থিত ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে বসবেন।
এদিকে শুক্রবার কর্মী সম্মেলনের সার্বিক প্রস্তুতি এবং সমাবেশ স্থল পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচ এম হামিদুর রহমান আজাদ ও জেলা জামায়াত আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীসহ নেতৃবৃন্দ ।
সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ...
পাঠকের মতামত