উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২২ ৯:০৬ এএম

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৪৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ড. মামুনুর রশীদ। গতকাল ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। আগেরদিন ১২ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিল। ফলে ৬০ প্রার্থীর মধ্যে এখন চুড়ান্তভাবে প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে রইলেন ৪৭ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান- গতকাল জেলা প্রশাসক সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। প্রতীক বরাদ্দ পাওয়া ৪৭ জন প্রার্থী ও তাদের প্রতীক হলো চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী পেয়েছেন মোটর সাইকেল, সাবেক পৌর মেয়র নুরুল আবছার পেয়েছেন তালগাছ, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি একেএম মোজাম্মেল হকের পুত্র শাহীনুল হক মার্শাল পেয়েছেন আনারস এবং মঙ্গল পার্টি নেতা জগদিশ বড়ুয়া পেয়েছেন প্রজাপতি।
সংরক্ষিত সদস্য পদে ১ নং ওর্য়াড থেকে জেলা পরিষদ সদস্য উখিয়ার হলদিয়া পালং আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল (দোয়াত কলম) তছলিমা আক্তার রুমানা (টেবিলঘড়ি) , তাছলিমা আক্তার (ফুটবল)। ২নং ওর্য়াড থেকে মশরুফা জান্নাত-বই, চম্পা উদ্দিন-টেবিল ঘড়ি, সালেহা আক্তার আখি-ফুটবল, হুমাইরা বেগম-হরিণ।
৩নং ওয়ার্ড থেকে আসমা উল হুসনা- টেবিল ঘড়ি, তানিয়া আফরিন-দোয়াত কলম,রেহেনা খানম-ফুটবল এবং হুমাইরা বেগম- বই।

সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ড থেকে জাফর আলম-তালা, মোঃ শফিক মিয়া-টিউবওয়েল। ২নং ওর্য়াড থেকে আবুল মনসুর চৌধুরী-টিউবওয়েল, হুমায়ুন কবির চৌধুরী-তালা। ৩নং ওয়ার্ড থেকে মাহমুদুল করিম মাদু-হাতি, তাহমিনা নুসরাত জাহান লুনা-তালা, মোঃ রুহুল আমিন-অটোরিক্সা। ৪নং ওয়ার্ড থেকে ফরিদুল আলম-হাতি, শামসুল আলম মন্ডল-তালা, মোস্তাক আহমদ-অটোরিক্সা, নুরুল আবছার-ঘুড়ি, মোঃ মনজুরুল মুর্শেদ কাদের বৈদ্যুতিক পাখা, মোঃ আবদুল মজিদ-টিউবওয়েল। ৫নং ওয়ার্ডে আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। ৬ নং ওয়ার্ড থেকে সোলতান আহমেদ-ঘুড়ি, মুহাম্মদ ফয়সাল-হাতি,মোঃ আবু তৈয়ব-টিউবওয়েল, মোঃ জাহাঙ্গির আলম-তালা, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া-বৈদ্যুতিক পাখা। ৭নং ওয়ার্ডে মোঃ আবদুল হামিদ-ক্রিকেট ব্যাট, মোঃ জয়নাল আবেদীন-হাতি,মোলতান মোহাম্মদ রিপন-ঢোল,নুরুল আবছার-বৈদ্যুতিক পাখা, সেলিনা আক্তার-উটপাখি, মোহাম্মদ আজমগীর-টিউবওয়েল। ৮ নং ওয়ার্ডে শহীদুল ইসলাম মুন্না-হাতি, এম. আজিজুর রহমান-তালা, মোঃ সাইফুল কাদির-টিউবওয়েল। ৯নং ওয়ার্ডে কফিল উদ্দিন-তালা,আবু জাফর ছিদ্দিকী-হাতি, ছরওয়ার আলম সিকদার-ঘুড়ি এবং নুরুল ইসলাম-টিউবওয়েল।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনের সীমানা পুনঃনির্ধারণ অনুযায়ি জেলায় ৯ উপজেলায় ভোটার সংখ্যা ৯৯৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৫৯ জন, মহিলা ভোটার ২৩৫ জন। টেকনাফ, উখিয়া, রামু নিয়ে সংরক্ষিত ওয়ার্ড -১, কক্সবাজার সদর, ইদগাও, মহেশখালী নিয়ে সংরক্ষিত ওয়ার্ড-২, এবং চকরিয়া,পেকুয়া এবং কুতুবদিয়া উপজেলা নিয়ে সংরক্ষিত ওয়ার্ড-৩ আসন বিন্যাস করা হয়েছে। টেকনাফের ১ জন ভাইস চেয়ারম্যান মৃত,রাজারকুলের ২ নং ওয়ার্ডের ১ জন সদস্য মৃত, ঝিলংজার সংরক্ষিত মেম্বার মৃত, ভারুয়াখালী ইউনিয়নের ১ জন মহিলা মেম্বার ও ১ জন পুরুষ সদস্য মামলা জনিত কারনে তাদের ভোটার হিসাবে গেজেট প্রকাশ করা হয়নি। এছাড়া ধলঘাটা ইউনিয়নের সীমানা ১ জন, ৫ নং ওয়ার্ডে ১ জন সদস্য মৃত হওয়ায় পদ শূন্য রয়েছে। মহেশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদটিও মামলাজনিত কারনে ভোটার তালিকায় স্থান পায়নি। এছাড়া ৮ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ,৭১ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার,৪ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা আগামি ১৭ অক্টোবর তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন

পাঠকের মতামত

যুক্তরাজ্যের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক আকবর হোসেন

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিবিসি প্রতিনিধি আকবর হোসেন মজুমদার। রবিবার ...

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ...

রামুতে শিক্ষা কার্যক্রম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক দাতা সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর শিক্ষা প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির ...