প্রকাশিত: ০৭/০৫/২০২২ ৮:৩২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
শুক্রবার ৬ মে শুরু হওয়া ডিসি সাহেবের বলী খেলার অন্যতম আকর্ষন হলো জাতীয় কুস্তি টিমের ২ জন যুবতী নারী বলী। এ ২ জন প্রমীলা যুবতী বলী ডিসি সাহেবের বলী খেলায় শুক্রবার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উপস্থিত থেকে দর্শকদের শুভেচ্ছা জানান।

ঢাকা থেকে আসা যুবতী বলীর একজন হচ্ছে-ফাতেমা এবং অপরজন পিভি রায়। তাঁরা ২ জনই জাতীয় কুস্তি টিমের খেলোয়াড়। ২ জনই দেশের বিভিন্ন মাঠে ছাড়াও সাফ গেমমস, নেপাল সহ বিভিন্ন দেশে জাতীয় টিমের হয়ে আন্তর্জাতিক কুস্তি খেলায় লড়ছেন।

নারী বলী ফাতেমা এবং পিভি রায় দর্শকদের শুভেচ্ছা জানাতে শুক্রবার বিকেলে ঢোলের তালে তালে হাত উঁচিয়ে স্টেডিয়ামের চতুর্পাশে রাউন্ড দেওয়ার সময় উৎসুক দর্শকেরা আনন্দে মেতে উঠেন। বলী খেলা চলাকালে এ ২ জন যুবতী বলীর প্রতি দর্শকদের দৃষ্টি ও তাদের বলী খেলা দেখার জন্য উদগ্রীব ছিলেন বেশী। স্থানীয় কোন নারী বলী প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য না পেলে ফাতেমা ও পিভি রায় এর মধ্যে প্রতিযোগিতা হবে জানান তারা। সুদর্শনা ফাতেমা ও পিভি রায়ের খেলা দেখতে স্টেডিয়ামে দর্শকদের মাঝে বেশ কৌতুহল লক্ষ্য করা গেছে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জানান, জাতীয় কুস্তি টিমের ৩ জন পুরুষ খেলোয়াড়ও ডিসি সাহেবের বলী খেলায় অংশ নিতে কক্সবাজার এসেছেন। ডিসি সাহেবের বিগত বলী খেলাতেও নারী বলী অংশ নিয়েছিলেন বলে তিনি জানান।

এছাড়া চট্টগ্রামের জব্বারের বলী খেলায় এ বছর চ্যাম্পিয়ান হওয়া চকরিয়ার তারেকুর রহমান জীবন বলীও কক্সবাজারের ডিসি সাহেবের বলী খেলায় অংশ নিচ্ছেন। শুক্রবার জীবন বলী মাঠে পায়চারি করেছেন। শনিবার বিকেলে তিনি খেলায় অংশ নেবেন বলে জানা গেছে।

এদিকে, কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের ২ দিন ব্যাপী বলী খেলা কক্সবাজারের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুক্রবার ৬ মে বিকেলে উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মামুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বেলুন উড়িয়ে উদ্বোধনের পর খেলায় অংশ নেওয়া বলীদের সাথে পরিচিত হন অতিথিরা।

বলী খেলা ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদ ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, বলী খেলার স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (স্পোর্টস এন্ড গেমস) এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, বলী খেলা উপ কমিটির সদস্য সচিব আলী রেজা তসলিম, এম আর মাহবুব, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা হারুনর রশীদ, শাহীনুল হক মার্শাল, আজমল হুদা, রতন দাশ, শোয়েব ইফতেখার, রিয়াদ ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন।

বলী খেলার পাশাপাশি স্টেডিয়ামের চতুর্পাশে শুক্রবার সকাল থেকে কক্সবাজারের লোকজ ও গ্রামীন পণ্যের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাও শুরু হয়েছে। শনিবার বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে বলী খেলা ও বৈশাখী মেলা সমাপ্ত হবে।

কক্সবাজারের ইতিহাস, ঐতিহ্যের এক অনন্য অংশ ডিসি সাহেবের বলী খেলা। ১৯৫৬ সালে কক্সবাজার মহকুমা থাকাবস্থায় “এসডিও সাহেবের বলী খেলা” নামে এ খেলার প্রবর্তন হয়। ১৯৮৪ সালে কক্সবাজার মহকুমা থেকে জেলায় রুপান্তর হওয়ার পর “এসডিও সাহেবের বলী খেলা” থেকে “ডিসি সাহেবের বলী খেলা” নামকরণ করা হয়। এ বছরের বলী খেলা ৬৭ তম আসর।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো ...