প্রকাশিত: ০৮/০৯/২০১৮ ১০:৪৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের পাশে এবারের যুব এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু সপ্তাহ খানেক আগে ছোটদের এই ক্রিকেটীয় লড়াই কক্সবাজারে আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল বাংলাদেশ। কক্সবাজারে একটি গ্রুপের সব ম্যাচ হওয়ার কথা ছিল। ওই ম্যাচগুলো এখন ঢাকায় আয়োজন করা হবে জানান বিসিবির কর্মকর্তা ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

২৭ সেপ্টেম্বর থেকে শুরু এই যুব এশিয়া কাপের ভেন্যু হিসেবে প্রথমে চট্টগ্রাম ও কক্সবাজারকে চূড়ান্ত করা হয়। কিন্তু কক্সবাজারের ম্যাচগুলো সরিয়ে আনা হচ্ছে ঢাকায়। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, হংকং ও সংযুক্ত আরব আমিরাত।

ভেন্যু বদল হওয়া নিশ্চিত করেছেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান সুজন বলেছেন, ‘যুব এশিয়া কাপ আয়োজনে আমরা খুব ভালোভাবেই প্রস্তুত। যদিও ম্যাচের ভেন্যু বদল হয়েছে। কক্সবাজারের ম্যাচ ঢাকায় নিয়ে আসা হয়েছে। ঢাকায় একটি গ্রুপ, আর চট্টগ্রামে খেলবে আরেক গ্রুপের দল।’

ভেন্যু পরিবর্তনের কারণও জানালেন সাবেক এই অধিনায়ক, ‘বৃষ্টির জন্য সমস্যা হতে পারত কক্সবাজারে। পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ, তাই আমরা ভেন্যু বদল করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে জুনিয়রদের খেলার প্রতিটা বল যেন মাঠে গড়ায়। কেননা আমাদের ভবিষ্যৎ দলের ক্রিকেটার লুকিয়ে আছে জুনিয়রদের দলে।’

যুব এশিয়া কাপ সামনে রেখে চট্টগ্রামে যুব দলের ক্যাম্প চলছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই ক্যাম্প হওয়ার কথা। নতুন কোচ শ্রীলঙ্কার নাভিদ নওয়াজের তত্ত্বাবধানে ঘোষিত ২৩ জনের দল নিয়ে এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা।
:
এশিয়া কাপে দলের সম্ভাবনা নিয়ে সুজন বলেছেন, ‘আসলে লক্ষ্য কী সেটা এখন বলা কঠিন। এশিয়া কাপের মাধ্যমে আমরা বুঝতে পারব আমাদের দুর্বলতা কিংবা সবলতা কোথায়। তারপরে বিশ্বকাপের জন্য পরিকল্পনা করা হবে। এই দলে দুই-তিন জন বাদে সবই নতুন ক্রিকেটার, যারা অনূর্ধ্ব-১৭ খেলেছে। হোম কন্ডিশন সম্বন্ধে ছেলেরা জানে। তারা যদি নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারে, তাহলে ফাইনাল খেলা কঠিন হওয়ার কথা নয়।’

গত যুব এশিয়া কাপ হয়েছিল মালয়েশিয়ায়। বাংলাদেশ প্রথম পর্বে তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলেছিল সেমিফাইনালে। সেখানে বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে ২ রানে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...