প্রকাশিত: ২৯/০৬/২০১৮ ৪:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক : কক্সবাজার শহরের দক্ষিণ রুমলিয়ার ছড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএইচএম তানভীর আহমেদ (২৬) নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর দক্ষিণ রুমালিয়ারছরা আশুঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভীর দক্ষিণ রুমালিয়ারছড়া আশুঘোনা এলাকার মোহাম্মদ সোলাইমানের ছেলে ও কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। আগামী ১০ জুলাই নৌবাহিনীর অফিসার পদে অনুষ্ঠিতব্য পরীক্ষায় তার অংশ নেয়ার কথা ছিল।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পরে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ও বর্তমান কাউন্সিলার আশরাফুল হুদা সিদ্দিকি জামশেদ দক্ষিণ রুমালিয়াছড়া এলাকায় কুশল বিনিময়ে যান। এসময় এলাকার একটি দোকানে বসেছিলেন তানভীরসহ এলাকার আরও বেশ কয়েকজন যুবক। জামশেদ এলাকা ছেড়ে চলে আসার পর দীর্ঘদিন ভাঙ্গা থাকা রাস্তার ইস্যু তুলে দোকানে বসা একদল যুবক জামশেদের নাম ধরে গালিগালাজ করে।

এসময় অনুষ্ঠিতব্য ২৫ জুলাইয়ের নির্বাচনে যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন বলে মনে হয় তাকে ভোট দিতে বলে তানভীর গালিগালাজ না করতে ওইসব যুবকদের নিষেধ করে। এ নিয়ে গালি দেয়া যুবকরা তানভীরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা তারভীরকে ছুরিকাঘাত করে বাদশা মিয়া ঘোনা দিয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

স্থানীয়রা তানভীরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

তিন ব্যবসায়ীকে অর্থদন্ড উখিয়ায় খোলাবাজারে টিসিবি পণ্য জব্দ করলেন ইউএনও

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ...

‘সৈকত ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন পাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা

কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা পাচ্ছেন আরও এক জোড়া ট্রেন। পাশাপাশি স্থায়ী করা হচ্ছে বর্তমানে চলাচলরত বিশেষ ...

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...