উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার বিমানবন্দরের তল্লাশীকালে ৪ হাজার ২০ সপিস ইয়াবাসহ দুই যুবতীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে তাদের এসব ইয়াবাসহ আটক করা হয়।
আটকরা হলেন, বরিশালের বোরহান উদ্দিন থানার জয়া গ্রামের আল আমিনের স্ত্রী ফারজানা আক্তার (২০) ও বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীর পদুয়া গ্রামের ইমরান হোসেনের স্ত্রী নেহা আক্তার (২২)। তবে তারা নিজেদের সঠিক পরিচয় দিচ্ছে না বলে দাবি পুলিশের।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার এ প্রতিবেদককে জানান, বিমানবন্দরে তল্লাশীকালে দুই যুবতীর কাছে এসব ইয়াবা পাওয়া যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছে বলে তারা স্বীকার করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।