২০১৮ সালের মধ্যে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তখন পর্যটকরা সরাসরি এখানে চলে আসবেন এবং কক্সবাজার বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করবে।
শুক্রবার সকালে কক্সবাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি জানান, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হওয়া ছাড়াও কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ চালু হবে। বিমানবন্দর এবং রেল যোগাযোগ চালু করতে পারলে কক্সবাজার বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করবে।
গার্মেন্টস সেক্টরের পরেই রাজস্ব অর্জনের দিক দিয়ে পর্যটন সেক্টর সম্ভাবনাকে কাজে লাগাতে চান বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।