কক্সবাজার মেতেছে পর্যটন উৎসবে। সাপ্তাহিক ছুটি যোগ করে তিনদিনের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সমুদ্র বেলাভূমি। এবারের ছুটিতে পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে আয়োজিত কার্নিভাল।
বুধবার থেকে কক্সবাজারে চলছে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। এদিন পর্যটকদের আকৃষ্ট করে সৈকতের পাড়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর বালু ভাস্কর্য। আর মুগ্ধকর সার্কাস প্রদর্শনীতে সবাই খুঁজে পান গ্রামীণ স্বাদ।
রাতে ছিল স্থানীয় ও দেশের জনপ্রিয় শিল্পীদের পরিচিত সব গানের মুগ্ধকর পরিবেশনা।
বৃহস্পতিবার সকালটি শুরু হয় রোড শো দিয়ে। পর্যটনসেবী সংগঠন টুয়াকের রোড শো প্রদক্ষিণ করে কক্সবাজারের প্রায় সব সড়ক।
এই উৎসবের মাঝে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি যোগ হয়েছে। আর ছুটি কাটাতে কক্সবাজারে ভিড় করেছে মানুষ। পর্যটন ব্যবসায়ীদের দাবি, টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে এখন অবস্থান করছেন প্রায় দেড় লাখ পর্যটক।
কক্সবাজারে আগত পর্যটকরা সময় কাটাচ্ছেন পরিবার-পরিজন নিয়ে। সমুদ্র স্নানে মেতে উঠেছেন তারা। সমুদ্র সৈকত ভরে গেছে পর্যটকের পদচারণায়। হিমছড়ি সৈকত, পাথুরে সৈকত ঘুরে বেড়াচ্ছেন তারা। সেন্টমার্টিনও ঘুরতে বেরিয়েছেন পাঁচ শতাধিক পর্যটক।
এবার সাপ্তাহিক ছুটি ও পর্যটন উৎসবকে ঘিরে চার লাখ পর্যটক আগমনের আশা পর্যটন ব্যবসায়ীদের।
পাঠকের মতামত