ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৮/২০২২ ৭:২১ এএম , আপডেট: ১৭/০৮/২০২২ ৭:২১ এএম

জনবল সংকট ও প্রশিক্ষক এর অভাবে কক্সবাজার যুব ভবনে ৩ টি প্রশিক্ষণ কোর্স ৫ বছর ধরে বন্ধ রয়েছে। ট্রেড কোর্স গুলো হচ্ছে সেলাই বা দর্জি, মৎস্য চাষ ও ফ্রিল্যান্সিং বা আউট সোর্সিং। এতে করে শত শত বেকার যুবক যুবতী প্রশিক্ষণের অভাবে দক্ষতা অর্জনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম বলেন, দীর্ঘ বছর ধরে পর্যাপ্ত বা সরকারি মজুরি কৃত প্রশিক্ষকের পদ শূন্য রয়েছে। জনবলের অভাবে ৫ বছর ধরে একাধিক ট্রেড কোর্স বন্ধ রয়েছে ।
উপ-পরিচালক আরো জানান, ইলেকট্রনিক্স প্রশিক্ষক ২ জনের মধ্যে ১ জন, এয়ারকন্ডিশনে ২ জনের মধ্যে ১ জন প্রশিক্ষক থাকলেও একাধিক ট্রেড কোর্সে প্রশিক্ষক নেই। শুধু তাই নই অফিস সহায়ক, অফিস সহকারি ৪ জনের মাত্র ১ জন আছে। ডাটা এন্ট্রি অপারেটর নেই এবং সহকারি পরিচালক ২ জনের মধ্যে ১ জন আছে। ডেপুটি কো-অর্ডিনেটর পদটি দীর্ঘদিন ধরে শুন্য। জনবল সংকটের কারণে যুব প্রশিক্ষণ কেন্দ্রটি অচল হয়ে পড়েছে।

কক্সবাজার-টেকনাফ সড়কের লিংক রোড নামক স্থানে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে পরিচালিত যুব প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে উঠেছে। “দক্ষতা বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর আসুন, যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ নিন” এ স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুব প্রশিক্ষণ কেন্দ্রের যুব ভবনে আবাসিক ও অনাবাসিক যুবক-যুবতীদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। সেবা সমূহের মধ্যে রয়েছে, গবাদিপশু হাঁস-মুরগী পালন ও প্রাথমিক চিকিৎসা, সেলাই/পোশাক তৈরী, মৎস্য চাষ, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্যাল এন্ড হাউজ ওয়ারিং, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন, ফ্রি ল্যান্সিং/ আউট সোসিং, কৃষি বিষয়ক, টুরিস্ট গায়ইড এন্ড ইংলিশ স্পিকিং ও মোবাইল ফোন সার্ভিসিং।
খোঁজ খবর নিয়ে জানা গেছে , তৎমধ্যে কম্পিউটার কোর্স সহ মাত্র ২ টি ট্রেড কোর্স চালু রয়েছে। অবশিষ্ট কোর্স সমূহ বন্ধ হয়ে পড়েছে।


সচেতন মহলের অভিমত, যুব প্রশিক্ষণ কেন্দ্রে সরকারের নানা সুযোগ-সুবিধা সহ আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও স্থানীয়রা বঞ্চিত হচ্ছে। জনবল ও প্রশিক্ষক এর অভাবে গুরুত্বপূর্ণ সেলাই বা পোশাক তৈরি, মৎস্য চাষ বিষয় সহ একাধিক ট্রেড কোর্স বন্ধ রয়েছে। যা খুবই দুঃখ জনক।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, এখানে ৩ মাস ও ৬ মাস ব্যাপী দক্ষতা অর্জনের উপর প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষনার্থীদের কে যাতায়াত ভাতাও প্রদান হয়। এ ছাড়াও যুবক ও যুবতীদের জন্য মনোরম পরিবেশে আলাদা হোস্টেল রয়েছে।
কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম জনবল সংকটের কথা সত্যতা স্বীকার করে বলেন, প্রশিক্ষক এর অভাবে যুব ভবনে অনেক বিষয়ের উপর কোর্স সমূহ কার্যত বন্ধ রয়েছে। প্রশিক্ষক ও অন্যান্য পদে জনবল নিয়োগ দেওয়ার বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

সড়ক থেকে রোহিঙ্গা প্রতিরোধে তৎপর নেই হাইওয়ে পুলিশ রোহিঙ্গা চালকের নিয়ন্ত্রণে উখিয়ার বিভিন্ন সড়ক!

ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষ রোহিঙ্গা চালকের দৌরাত্ম্য বেড়েছে উখিয়ায়। তার মধ্যে বেশিরভাগই ১৮ বছরের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস-সি প্রতিরোধে ১০ লাখ ইউরো দেবে ইইউ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস-সি এর আশঙ্কাজনক বিস্তাররোধে ১০ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ...

তিন ব্যবসায়ীকে অর্থদন্ড উখিয়ায় খোলাবাজারে টিসিবি পণ্য জব্দ করলেন ইউএনও

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ...