প্রকাশিত: ২১/০১/২০১৭ ৯:২৯ পিএম

নিজস্ব প্রতিবেদক::

‘এসো মিলিত হই- মিলনের সেতু বন্ধনে’ এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিএমখালী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ উদ্যাপন করেছে বর্ণাঢ্য পূুনর্মিলনীর। গতকাল ২০ জানুয়ারি স্মৃতি বিজড়িত স্কুল আঙ্গিনায় দিন ব্যাপী উৎসবমূখর পরিবেশে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূনর্মিলনী সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পর্যটন জেলা কক্সবাজার শিক্ষায়ও এগিয়ে যাচ্ছে। শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন- পিএমখালী, খুরুশকুল ও ভারুয়াখালী মধ্যবর্তী স্থানে উচ্চ শিক্ষা বিস্তারে কেউ কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসলে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে। এক্ষেত্রে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ ভূমিকা রাখতে পারে। পিএমখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষাবিদ মমতাজুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ এড. হাবিবুর রহমান, এড. আব্বাস উদ্দিন চৌধুুরী, এড. বদিউল আলম সিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক জিপি, পিএমখালীর সাবেক চেয়ারম্যান নুরুল আমিন খাঁন, বর্তমান চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বি.কম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সাবেক শিক্ষক সুলতান মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক মাহবুব উল্লাহ, প্রাক্তন ছাত্র ও ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, রাজনীতিবিদ হারুনর রশিদ, আবুল হোসেন সওদাগর, সিরাজুল মোস্তফা আলাল, নাজিম উদ্দিন বাবুল, সৈয়দ নুর সওদাগর, প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক রশিদ আহমেদ, নাছির উদ্দিন, দাতা সদস্য জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন ছাত্র, সাংবাদিক এম. বেদারুল আলম, সিরাজুল হক। এর আগে সকাল ১০ টায় জেলা প্রশাসকের নেতৃত্বে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। দিনব্যাপি অনুষ্ঠানে দুপুরে ছিল মধ্যাহ্ন ভোজ। বিকেলে চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ডগ্র“প ‘স’ এর পরিবেশনায় মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পাঠকের মতামত

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র ...

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক ...