মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসার জন্য মেডিকেল অফিসার সহ ২১ পদে জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ মহিউদ্দিন অস্থায়ী ভিত্তিতে নিয়োগের এ জরুরি বিজ্ঞপ্তি প্রদান করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ জন মেডিকেল অফিসার- প্রতিজনের বেতন ১ লক্ষ টাকা, ৫ জন সিনিয়র স্টাফ নার্স-প্রতিজনের বেতন ৪০ হাজার টাকা, ৩ জন ওয়ার্ড বয়-বেতন প্রতিজনের বেতন ৩০ হাজার টাকা, ৩ জন ক্লিনার-প্রতিজনের বেতন ২৫ হাজার টাকা এবং ৫ জন গার্ড-প্রতিজনের বেতন ২০ হাজার টাকা। আগামী রোববার ১২ এপ্রিলের মধ্যে আগ্রহী প্রার্থীদের কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ মহিউদ্দিন বরাবরে আবেদন করতে হবে।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসায় আইসোলেন ইউনিটে কাজ করার জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে বলে তাদের বেতনও একটু বেশী করে নির্ধারণ করা হয়েছে।