কক্সবাজার সরকারি কলেজের শাহীদ বুদ্ধিজীবি দিবস-২০১৭ উপলক্ষে এক আলোচনা সভা কলেজ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান, ত্রিপিটক ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের মান্যবর অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে. এম ফজলুল করিম চৌধুরী নতুন প্রজন্মকে শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি সৃজনশীল ডিজিটাল বালাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের মান্যবর উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বাছেদ মন্ডল, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মুজিবুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ গিয়াস উদ্দিন, রসায়ন বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কান্তি পাল, ইতিহাস বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মুহাম্মদ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আবুল মনসুর, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, ইতিহাস বিভাগের প্রভাষক নুরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ওবাইদুল হক। পুরো অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন-পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ কাসেম।