উখিয়া নিউজ ডটকম::
সারাদেশের ৬৮ কারাগারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কারা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন আইজি প্রিজন ব্রি. জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, `হাইয়েস্ট অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।`
কারা সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে আজ থেকে কারাগারে থাকা বন্দীদের খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কারাগারে দর্শণার্থীরা তল্লাশির পর বন্দীদের সঙ্গে দেখা করতে পারবেন।
কারা সূত্র আরো জানায়, কারাগারে আসা কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হবে। এ ছাড়া কারা ফটকের সামনে বহিরাগত কেউ ঘোরাফেরা করতে পারবে না। কারাগারের ভেতরে-বাইরে দায়িত্বরত ব্যক্তিদের কঠোর নজরদারি করা হবে।
তবে কতদিন পর্যন্ত এই সতর্কতা থাকবে এবিষয়টি এখনো নিশ্চিত নয়।
পাঠকের মতামত