প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৫:৫৬ এএম , আপডেট: ১৭/০৭/২০১৬ ৫:৫৯ এএম

2 coxsbazar city college [Max Width 320 Max Height 240]বার্তা পরিবেশক :
কক্সবাজার সিটি কলেজে সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ১৬ জুলাই শনিবার কলেজ অধ্যক্ষ ক্যথিং অং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন বলেন , দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের মধ্যে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও জঙ্গীবাদ ঢুকিয়ে দেয়া হচ্ছে । শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা এগিয়ে না এলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয় । সন্তানকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেই অভিভাবকদের দায়িত্ব শেষ মনে করলে ভুল হবে। সন্তানরা ঠিক সময়ে শিক্ষাঙ্গনে যাচ্ছে কিনা , ঠিক সময়ে ফিরছে কিনা তা অবশ্যই তদারকি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে গভর্ণিং বডির  সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন , বেসরকারী পর্যায়ে সিটি কলেজ দক্ষিণ চট্টগ্রামের সেরা ও বৃহত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে । ৭ হাজার ছাত্রছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে যে মহানব্রত নিয়ে এ কলেজ পরিচালিত হচ্ছে এটা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষানীতির উজ্জল দৃষ্টান্ত । সিটি কলেজের সকল উন্নয়ন আওয়ামীলীগ সরকারের সময়েই হয়েছে। এ কলেজকে দেশের সেরা কলেজে রুপান্তর করতে সব ধরণের সহযোগিতা করা হবে ।

স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক ,  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট আমজাদ হোসেন , এডভোকেট ফরিদুল আলম , ইঞ্জিনিয়ার বদিউল আলম , আয়েশা সিরাজ , দুলাল দাশ ও শিক্ষকদের মধ্য থেকে অধ্যাপক জয়নাল আবেদীন । অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল হক ও এডভোকেট নুরুল মোর্শেদ আমিন ।

উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য গোপাল দাশ , মং ফ্রু রি রাখাইন , হিসাব বিজ্ঞান বিভাগ প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ , রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রধান অধ্যাপক শাহানুর আকতার , সমাজ বিজ্ঞান বিভাগ প্রধান এহেছানুল হক হেলালী , ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগ প্রধান অধ্যাপক মং ম্রা ছিন , বাংলা বিভাগ প্রধান অধ্যাপক শরমিন সিদ্দিকা , অর্থনীতি বিভাগ প্রধান অধ্যাপক তসলিমা রশীদ , হসপিটালিটি ও ট্যুরিজম বিভাগ প্রধান অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ । অনুষ্ঠান উপস্থাপনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রধান অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অধ্যাপক আনোয়ার জাহেদ , গীতা পাঠ করেন অধ্যাপক পবন পাল , ত্রিপিটক পাঠ করেন অধ্যাপক চ্যওয়ানাই রাখাইন ।

অনুষ্ঠানে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফলের জন্য সেরা ছাত্র ফরহাদ কাশেমকে ১০ হাজার , শওকত ওসমানকে ৭ হাজার ৫শত , কামরুল ইসলামকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হয় । উক্ত ৩ ছাত্রকে আরো ১৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন বিশেষ অতিথি মুজিবুর রহমান চেয়ারম্যান।

পাঠকের মতামত

সেনাকর্মকর্তা শ’হী’দ তানজিম স্মরণে রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তন

অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান ...

রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সায়েদোল্লাহ

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ ভর্তির সুযোগ পেয়েছেন মং সায়েদোল্লাহ। উচ্চশিক্ষা নিতে ...

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ

ইসলামী ঐতিহ্যের স্মৃতি বিজড়িত তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ, ...