৩০ জুলাই শনিবার সকাল ১০ টায় কক্সবাজার সিটি কলেজের গভর্ণিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কলেজ উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে চাহিদা সম্পন্ন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে বি.এস.সি (অনার্স) প্রফেশনাল কোর্স চালু এবং কলেজের একটি বার তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ উল্লেখযোগ্য। এছাড়া সরকারের সর্বশেষ ঘোষিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী কলেজের সকল পর্যায়ে শিক্ষক কর্মচারীদেরকে বার্ষিক ইনক্রিমেন্ট, বাসা ভাড়া ও বৈশাখী ভাতাসহ সব ধরনের সূযোগ সুবিধা প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট আমজাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য গোপাল দাশ, দাতা সদস্য এডভোকেট ফরিদুল আলম, হিতৈষী সদস্য আয়েশা সিরাজ, অভিভাবক প্রতিনিধি আবু সৈয়দ, মং ফ্রুরী ও দুলাল দাশ, শিক্ষক প্রতিনিধি অধ্যপক মং ম্রা ছিন, অধ্যাপিকা মাহফুজা খাতুন এবং অধ্যাপক দিদারুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৪/৭/২০১৬ তারিখে ওঘঝ০২-৩/০০০৬০/২০১৬/৪৪০৭/২৭৪৩৮ স্মারকমূলে কক্সবাজার সিটি কলেজের অধ্যাপিকা এথিন রাখাইনকে সভাপতি মনোনীত করে আগামী ৪ চার বছরের জন্য একটি নতুন কমিটি অনুমোদন করে। ফলে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা হওয়ায় কমিটির নব নির্বাচিত সভাপতিসহ কমিটির সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন কলেজ অধ্যক্ষ ক্য থিং অং, উপাধ্যক্ষ আবু মোঃ জাফর সাদেক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এস,এম আকতার উদ্দিন চৌধুরী সহ সকল বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীবৃন্দ।