কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ মো. তাহসিন (১৬) কুমিল্লা সদরের বাসিন্দা এবং কুমিল্লা সদরের কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, শুক্রবার সকালে কুমিল্লা থেকে তাহসিনসহ চার বন্ধু কক্সবাজার বেড়াতে যায়। তারা কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ঘুরতে যায়। পরে সাগরে গোসলে নামে।
তিনি বলেন, ‘গোসলের একপর্যায়ে ফয়সাল (১৬) নামে একজন স্রোতের টানে ভেসে যেতে থাকে। এ সময় অন্য বন্ধুরা তাকে উদ্ধার করতে সক্ষম হলেও সমুদ্রে নিখোঁজ হয় তাহসিন।’
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘নিখোঁজ পর্যটককে উদ্ধারে লাইফ গার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও জেটস্কি চালকরা তৎপরতা চালাচ্ছেন। তার সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে নজরদারি অব্যাহত রয়েছে।’
এ ব্যাপারে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়েছে বলে জানান চৌধুরী মিজানুজ্জামান।