প্রকাশিত: ২২/০৭/২০১৬ ৩:৩৬ পিএম

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুটি বাসের সংঘর্ষে নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নুরুল আলম (৩০) নামে একজনের পরিচয় জানা গেলেও শিশুসহ অন্যদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর এক নারীর মৃত্যু হয়েছে।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক বাংলামেইলকে জানান, লোহাগাড়ার চুনতি এলাকায় বিপরীতমুখী দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাস দুটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বাংলামেইলকে জানান, লোহাগাড়ায় দুর্ঘটনায় অন্তত ১১ জনকে দুপুর ১টার দিকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ২০ থেকে ২২ বছর বয়সী এক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আহত অন্য ১০ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

বাংলামেইল

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...