বার্তা পরিবেশক::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৫ আগষ্ট ২০১৭ সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক শফিউল আলম খোন্দকার, বাংলা বিষয়ের প্রভাষক মোহাম্মদ সিরাজুল কবির, ফিন্যান্স বিষয়ের প্রভাষক আসিফুল ইসলাম। প্রভাষক মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রভাষক জসিম উদ্দিন, নজরুল ইসলাম, আল আমীন, মাজেদুল হক, তাজউদ্দিন, শাহজাহান চৌধুরীসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে কলেজ অধ্যক্ষ নির্ধারিত বক্তৃতা ও দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় প্রথম হয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল জিওয়ান, দ্বিতীয়- দ্বাদশ ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রী আফরোজা সুলতানা, তৃতীয়-দ্বাদশ বিজ্ঞানের ছাত্রী মেহের আফরোজ স্মৃতি। নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে দ্বাদশ মানবিকের ছাত্র আবদুল্লাহ আল জিওয়ান, দ্বিতীয়- দ্বাদশ ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র নুরুল হক, তৃতীয়- দ্বাদশ মানবিকের ছাত্র সাইফুল ইসলাম। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনা করে মোনাজতের মাধ্যমে আলোচনা সভার শেষ হয়।