সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৩/১১/২০২৩ ১২:২৩ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন ডজনখানেক  প্রার্থী। তবে উখিয়া-টেকনাফ আসনের জনগণ এবার মনে প্রাণে চাচ্ছেন একজন সৎ, মেধাবী ও ক্লিন ইমেজের (মাদক কলঙ্ক মুক্ত) যোগ্য জনপ্রতিনিধি।

কক্সবাজার-৪ (সংসদীয় আসন ২৯৭) আসনের দুই উপজেলায় ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা রয়েছে। উখিয়া ও টেকনাফ উপজেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২,৬৫, ৮২৪। তৎ মধ্যে পুরুষ ভোটার ১,৩৩,৮২১ ও মহিলা ভোটার ১,৩২,০০৩ জন।

খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে প্রার্থিতার ঘোষণা দিচ্ছেন। নিজ নিজ এলাকা তথা  নিজ নিজ উপজেলায় বিভিন্ন জনসংযোগ, সভা-সমাবেশ করছেন তারা।

আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, এবার বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরি ছাড়াও সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বদি, টেকনাফ পৌর মেয়র মোহাম্মদ ইসলাম, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ, কক্সবাজার জেলা যুব লীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, ঢাকা সিটি ছাত্রলীগ নেতা শাওন আরমান,  কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শাহ আলম চৌধুরি (রাজা শাহ আলম), উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী,  মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান চৌধুরী কাজল দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম। তাঁদের নাম জোরালোভাবে শোনাও যাচ্ছে। lতারাও স্ব স্ব অবস্থানে কাজ করে যাচ্ছেন, পাশাপাশি ভোটারদের ও কেন্দ্রীয় নেতাদের মন জয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।

কক্সবাজার-৪  আসনে আওয়ামী লীগের মনোনয়নে দৌড়ে থাকা বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ, কক্সবাজার জেলা যুব লীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও ঢাকা দক্ষিণ ছাত্রলীগ নেতা শাওন আরমান টেকনাফ উপজেলার বাসিন্দা। টেকনাফ উপজেলায় এরা ব্যাপক পরিচিত মুখ হলেও উখিয়া উপজেলার সাধারণ ভোটাররা আবদুর রহমান বদিকে ছাড়া আর কাউকে তেমন চিনেন না। কখনো তাঁদের নামও শোনেননি অনেক ভোটার। নিজ নিজ উপজেলায় এরা জোরালোভাবে বিভিন্ন সভা-সমাবেশ, সমাজসেবা ও উন্নয়নমূলক বিভিন্ন কাজ করলেও উখিয়া উপজেলায় তাদের কোনো কার্যক্রম নেই বললেই চলে। 

অপরদিকে একই অবস্থা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শাহ আলম চৌধুরী (রাজা শাহ আলম), উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের টানা ৩ বারের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান চৌধুরী কাজলের। এরা সবাই উখিয়া উপজেলার বাসিন্দা।  উখিয়া উপজেলায় এদের ব্যাপকভাবে পরিচিত ও শক্ত অবস্থান থাকলেও টেকনাফ উপজেলার সর্বসাধারণের কাছে তাদের পরিচিতি তুলনামূলক কম। তবে নিজ নিজ উপজেলায় এরা জোরালোভাবে বিভিন্ন সভা-সমাবেশ, সমাজসেবা ও উন্নয়নমূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে। 

এলাকার সাধারণ মানুষের মতে, বর্তমান সাংসদ শাহিন আক্তার নির্বাচিত হওয়ার পর থেকে সরকারী-বেসরকারি ও দলীয় কাজে সম্পূর্ণ রুপে অনুপস্থিত। বিগত ৫ বছর স্থানীয় লোকজন তাকে কেউ স্বপ্নেও দেখেনি। বিগত ৫ বছরের তিনি ৫ দিনও জাতীয় বা সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রোগ্রামে অংশ গ্রহণ করেননি। এছাড়াও ৫ বছরের ৬০ মাসে তিনি ছিলেন না কোন দলীয় প্রোগামেও। ফলে অভিভাবক বিহীন ও এমপি ছাড়ায়ই চলতেছে  উখিয়া- টেকনাফ জনগন। ফক্সি দিয়ে সংসদ সদস্য কাজ চালিয়ে নিচ্ছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।  যার কারণে বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার সম্পুর্ন  জনবিচ্ছিন্ন একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকায় পরিচিত লাভ এবং খ্যাতি অর্জন করেছেন।

 সচেতন মহলের মতে, বঙ্গবন্ধুর শোক সভায়, দলীয় ও সামাজিক অনুষ্ঠানে এবং সরকারি প্রোগ্রামগুলোতে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির সম্প্রতি দেওয়া বক্তব্য গুলো খুবই হালকা,  বিতর্কিত ও আপত্তিকর ছিলো।

স্থানীয় লোকজনের মতে এইসব বক্তব্য ভাইরাল হওয়ার বক্তব্য। তার এসব বক্তব্যে কোনো দিক নির্দেশনা বা গাইড লাইন থাকে না । একজন সাবেক সংসদ সদস্যের কাছে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। তবে একজন দানবীর নেতা হিসাবে পুরো কক্সবাজার জেলায় আবদুর রহমান বদির আলাদা গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি রয়েছে।

দলীয় কিছু নেতা কর্মীরা মনে করেন, আবদুর রহমান বদির  সাম্প্রতিক সময়ে দেওয়া বক্তব্য গুলোর কারণে তিনি পুরো কক্সবাজার জেলায় আলোচনা ও সমালোচনার কেন্দ্র বিন্দুতে  চলে এসেছে। সে কারণে আবারও তাকে নিয়ে জেলাব্যাপী আলোচনায়ও সমালোচনা চলছে। পাশাপাশি এসব আলোচিত বক্তব্যের কারণে তার জনসমর্থন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। উখিয়া ও টেকনাফের সাধারণ ভোটারদের কাছে তার জনপ্রিয়তার ব্যাপক। তবে উখিয়া ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বর্তমানে সাবেক সাংসদ বদির  ঘোর বিরোধী  অবস্থানে রয়েছে। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান ও অসহায় মানুষদের সহযোগিতা করার দিক দিয়ে আবদুর রহমান বদি যেমন অদ্বিতীয়। এতো কিছুর পরও বদির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছাড়া  কক্সবাজার-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয় হয়ে আসা অন্য যে কোন প্রার্থীর জন্য  হিমালয়ের পাহাড় ডিঙানোর মতো হবে বলে দলের অনেক নেতারা।

পাঠকের মতামত

কক্সবাজারে নিহত মেজর সিনহা হত্যা মামলা দ্রুত শুনানি করতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে নিহত সেনাবাহিনীর ...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ, রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে প্রত্যাবাসনসহ ৭ দফা ...

উখিয়ার সন্তান রফিকুল করিমকে নৌপরিবহন মন্ত্রনালয়লে যুগ্ম সচিব পদে পদায়ন

উখিয়ার সন্তান রফিকুল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রনালয়লে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। ...