প্রকাশিত: ০৭/০৬/২০১৭ ৪:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৪ পিএম

ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার থেকে:: এমপি বদিকে নিয়ে দেশজুড়ে এতো আলোচনা, সমালোচনা ও বিতর্ক হলেও তার নির্বাচনি এলাকায় এর কোন বিরুপ প্রভাব নেই । দল মত নির্বিশেষে স্থানিয় সাধারণ ভোটাররা এখন ও তাকে পছন্দ করেন আগের মতই । তার প্রয়াত পিতা সাবেক উপজেলা চেয়াম্যান এজাহার মিঞা কোম্পানি ও বদির অকাতরে দান অনুদানের জন্যও দু উপজেলার আনাছে কানাছে তার ব্যাপক জন প্রিয়তা । তাই স্থানিয় বদির শত্রুরাও তাকে গরিবের বন্ধু বলে ডাকেন।এই অবস্থায় আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া না দেওয়া নিয়ে কঠিন পরীক্ষায় আওয়ামী লীগ। এর প্রধান কারণ হল নির্বাচনী এলাকায় বদির জনপ্রিয়তা ও বিকল্পযোগ্য প্রার্থী না থাকা।কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) বদির আসনে সরকারি সংস্থার সম্ভাব্য প্রতিটি জরিপে নৌকার প্রার্থী হিসেবে এগিয়ে আছেন এই সংসদ সদস্য। কক্সবাজার-৪ আসনে সরকারি সংস্থার এক জরিপ সূত্রে জানা গেছে, বদি ছাড়াও এই আসনে নৌকার টিকিট চাইতে পারেন মোট ৫ জন। অন্যরা হলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আলম চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদ।জরিপে বলা হয়েছে, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বর্তমান সংসদ সদস্য বদিকে নৌকার মনোনয়ন দিলে তার জয়ের সম্ভাবনা ৬০ শতাংশ, সাবেক সংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর ৪০ শতাংশ, হামিদুল হক চৌধুরী, শাহ আলম চৌধুরী ও আলী আহম্মদের নৌকা নিয়ে জয়ের সম্ভাবনা ৩০ শতাংশ। জরিপে আরো বলা হয়েছে, বদি ছাড়া এই আসনে আওয়ামী লীগের অন্য প্রার্থীর জয়ের সম্ভাবনা খুবই কম। মাঠ পর্যায়ের এই জরিপের ফলে কঠিন পরীক্ষায় আওয়ামী লীগ। ১১তম সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হবে। তখন আসন রক্ষার কথা বিবেচনা করলে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদিকে বাদ দেওয়া আওয়ামী লীগের জন্য বিরাট চ্যালেঞ্জ হবে। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেছেন, দল নিশ্চয়ই নির্বাচনে জয়ী হতে পারবে এমন প্রার্থীকে মনোনয়ন দেবে। মনোনয়ন প্রদানের ক্ষেত্রে জরিপ করে দেখা উচিত কোন প্রার্থী সবচেয়ে বেশি জনপ্রিয়। উখিয়া টেকনাফে বদিকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে জয় পেতে কষ্ট হবে।টেকনাফ থেকে নির্বাচিত কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিক মিয়া জানিয়েছেন, বদিকে নিয়ে যেই অভিযোগগুলো আছে বাস্তবের সঙ্গে তার মিল নেই। সাধারণ ভোটারদের কাছে বদি সবচেয়ে জনপ্রিয়। তাই তিনি আশা করেন নৌকার জয় নিশ্চিত করতে বদিকেই ফের মনোনয়ন দেওয়া হবে।

পাঠকের মতামত

মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ম্যানগ্রোভ নিধন বন্ধে হাইকোর্টের নির্দেশ

মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে রয়েছে বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট। ১৯৯৯ সালে সরকার সোনাদিয়া দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন ...

বৌদ্ধ ভিক্ষু সেজে ৮ বছর ভারতে বাংলাদেশি রাজীব দত্ত, বিমানবন্দরে গ্রেপ্তার

অবৈধভাবে বসবাসের অভিযোগের ভারতের গয়া বিমানবন্দরে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবু জো বড়ুয়া ওরফে ...

মিয়ানমারের যুদ্ধের কারণে বিকল্প পথে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ

নৌপরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালের অব. এম সাখাওয়াত হোসেন বলেন, আরাকান অঞ্চলে ...

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ জনগণের ভোটাধিকার হাইজ্যাক করার জন্য আ’লীগ কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিস্ট ...