ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৫/২০২৩ ৬:১৮ এএম , আপডেট: ২৭/০৫/২০২৩ ৬:২০ এএম

প্রতিশ্রুতি দেয়ার ২৪ ঘন্টার মধ্যেই উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির ব্যক্তিগত উদ্যোগে উখিয়া প্রেসক্লাবে ৪টি এসি হস্তান্তর করা হয়েছে।

২৬ মে (শুক্রবার) সন্ধ্যায় উখিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের কাছে দেড় টনের ৪টি এসি হস্তান্তর করা হয়। এছাড়া উখিয়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সদস্যদের জন্য ল্যাপটপ অনুদান এবং ভবিষ্যতেও সার্বিকভাবে সহযোগীতা করার কথা দিয়েছেন।

এসি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী,উখিয়া উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সহ-সভাপতি গফুর মিয়া চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল হক প্রমুখ।

উল্লেখ্য, গতকাল উখিয়া প্রেসক্লাবে আকস্মিক পরিদর্শনে আসলে এক মতবিনিময় সভায় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসক্লাবের অফিস রুম ও হলরুমের জন্য ৪টি এসি প্রদানের প্রতিশ্রুতি দেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। তারই ফলশ্রুতিতে আজ সন্ধ্যায় উখিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক রতন কান্তি দে’র কাছে ৪ টি এসি হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...